Also read in

অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল সোনাই পুলিশ

কাছাড় জেলার সোনাই এলাকায় আজ পুলিশ কর্মকর্তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশী নাগরিককে আটক করেন। জানা গেছে, গত তিন বছর ধরে সেই যুবক এই দেশে অবস্থান করছেন।

সোনাইয়ের স্বাধীন বাজার এলাকা থেকে সাহিব উদ্দিন খান নামে পরিচিত ৩৩ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়। জানা গেছে, সাহিব উদ্দিন বাংলাদেশের সিলেটের জাকিগঞ্জ এলাকার বাসিন্দা ফিরোজ আলী খানের পুত্র। পুলিশ কর্মকর্তারা জানান যে সোনাই থানার সীমান্ত কর্মীরা বিষয়টি তদন্ত করছেন।

সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাহিব উদ্দিন খান স্বাধীন বাজার এলাকায় বসবাস শুরু করার সময় নিজের বাংলাদেশি হওয়ার পরিচয় গোপন রেখেছিলেন। সূত্রের খবর যদি সঠিক হয় তাহলে তিনি এই অঞ্চলে বসবাসরত একজন ভারতীয় মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তার পরিচয় জানাজানির পর কনে’র পরিবার এই বিবাহ অস্বীকার করে এবং তাদের মেয়েকে ফিরিয়ে নিয়ে যায়। এরপর সাহিব উদ্দিনও এই অঞ্চল ছেড়ে চলে যান এবং মিজোরামের কোন একটি জায়গায় নিজের কাজকর্ম শুরু করেন। সম্প্রতি তিনি স্বাধীন বাজারে আবার ফিরে আসেন এবং তার স্ত্রীর সঙ্গে দেখা করতে শুরু করেন বলে অভিযোগে প্রকাশ।

পুলিশ কর্মকর্তারা জানান যে সাহিব উদ্দিন স্বীকার করেছেন যে তিনি একজন বাংলাদেশী নাগরিক এবং বৈধ কাগজ-পত্র ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন।

Comments are closed.

error: Content is protected !!