Also read in

ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটির সাম্মানিক ডক্টরেট পেলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর

একজন দক্ষ রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজে তার অবদানের জন্য সাম্মানিক ডক্টরেট ডিগ্রি পেলেন সোনাই সমষ্টির বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস অ্যান্ড এডুকেশন তাকে এই সম্মানটি প্রদান করেছে। ১৩ মার্চ ব্যাঙ্গালোরে এক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের কিছু সম্মানীয় ব্যক্তিকে ডিগ্রি প্রদান করা হয়েছিল। তখন নির্বাচন প্রক্রিয়ায় ব্যস্ত থাকায় আমিনুল হক লস্কর সেখানে যেতে পারেননি। গতকাল দিল্লিতে আসাম হাউসে ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস অ্যান্ড এডুকেশনের অ্যাডভাইসারি বোর্ডের ডিরেক্টর তথা ভাইস চেয়ারম্যান ডঃ এমএম আহমেদের হাত থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রী গ্রহণ করেন তিনি।

ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটি ফর পিস অ্যান্ড এডুকেশনের তরফে বলা হয়েছে, সমাজ কল্যাণ, স্কিল ডেভেলপমেন্ট এবং সক্রিয় রাজনীতিতে অবদানের জন্য তাকে এই সম্মান প্রদান করা হচ্ছে।

আমিনুল হক লস্কর এজন্য ভারত ভার্চুয়াল ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই সম্মান পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। তারা যেসব ক্ষেত্রে অবদানের জন্য আমাকে পুরস্কারটি দিয়েছেন সবটাই সোনাইয়ের মানুষের সঙ্গে জড়িত, তাই এই সম্মান অবশ্যই প্রত্যেক সোনাইবাসীর প্রাপ্য। গত পাঁচ বছরে যেসব ক্ষেত্রে জনগনের সেবায় অংশ নিতে পেরেছি তার পেছনে আমার দলের সরকারের অবদান রয়েছে। আমরা জনগণের সাধারণ জীবনযাপনেকে উন্নত করতে পেরেছি এবং তাদের সমস্যাগুলো বুঝে নিয়ে সেটা মিটানোর চেষ্টা করেছি। আজ এই সম্মান পেয়ে অবশ্যই ভাল লাগছে।”

Comments are closed.

error: Content is protected !!