কৌশিক রাইয়ের ছোট ভাই অমিতাভকেই জেলা পরিষদ সভাপতি করছে বিজেপি
বরাক বুলেটিন, শিলচর, ১৩ ফেব্রুয়ারি
আলগপুর আসন থেকে বিজয়ী জেলা পরিষদ সদস্য অমিতাভ রাই-ই কাছাড়ের জেলা পরিষদে চেয়ারম্যান হচ্ছেন। সহ-সভাপতির পদটি পাচ্ছেন কাটিগড়া থেকে বিজয়ী সদস্যা লাভলি চক্রবর্তী । নির্বাচনে জেলার ২৭ টি জেলা পরিষদ আসনের মধ্যে ১৬টিতে বিজেপি জয়ী হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে কাছাড়ের জেলা পরিষদ গঠন করবে এবং বিজয়ীর সদস্যরা শপথ নেবেন।
বুধবার জেলা বিজেপির সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ কথাটি জানান। তিনি বলেন, রাজ্য কমিটির পক্ষেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। আমরা এবার ২৭টির মধ্যে ১৬টি আসনে বিজয়ী হয়ে এককভাবে জেলা পরিষদ গঠন করছি। আলগাপুর থেকে বিপুল ভোটে জয়ী হওয়া অমিতাভ রাই নতুন জেলা পরিষদের চেয়ারম্যান হচ্ছেন। সহ-সভানেত্রী পদটি কাটিগড়ার লাভলী চক্রবর্তীকে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিজয় এবং দক্ষ ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়াতে আগামী লোকসভা নির্বাচনে এর সুফল দেখা যাবে।
উল্লেখ্য, অমিতাভ রাই জেলা বিজেপির সভাপতি কৌশিক রাইয়ের ছোট ভাই। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে অমিতাভ রাই সহ রামকৃষ্ণ সিনহা এবং অন্যান্য বেশ কিছু নাম উঠে এসেছিল। তবে শেষ পর্যন্ত অমিতাভকেই চেয়ারম্যান পদটি দেওয়া হল। এতে বরাকের রাজনীতির এক নতুন সমীকরণ দেখা দিয়েছে। জেলা বিজেপির ভেতরে দিলীপ পাল বনাম কৌশিক রাই দন্দ্ব অনেকটাই চর্চিত বিষয়। কখনো কখনো এদের দুজনকে একজন আরেকজন বিরুদ্ধে খোলাখুলি কথা বলতেও দেখা যায়। রামকৃষ্ণ সিনহাকে অনেকেই দিলীপ পালের প্রার্থী হিসেবে চিহ্নিত করেছিলেন, এদিকে অমিতাভ সরাসরি কৌশিক রাইয়ের প্রার্থী ছিলেন। প্রদেশ বিজেপি শেষ পর্যন্ত কৌশিকের দিকেই তাদের সিদ্ধান্ত জানায় এবং এতে কিছুটা হলেও আশাহত দিলীপ পাল সর্মথকরা। হয়তো এই সমীকরণই বলে দেবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কে হচ্ছেন, তবে এটি এখন সময়ের অপেক্ষা।
Comments are closed.