এনআইটি থেকে রাঙ্গিরখাড়ি যাওয়ার পথে অটো চালকের আশ্চর্যজনক মৃত্যু: শোকের ছায়া
আজ দুপুরে এক অটোচালক এনআইটি থেকে রাঙ্গিরখাড়ি যাওয়ার পথে এনআইটি এবং মেডিকেল কলেজের মধ্যবর্তী স্থানে পোস্ট অফিসের কাছে ওকে চাট হাউসে এসে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী অটোচালক হঠাৎ দ্রুত বেগে অটো থেকে নেমে চাট হাউসের বেঞ্চের উপর বসে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই মুখ থুবরে পড়ে যায়। চাট হাউসের মালিক দেবাশীষ দাস সাথে সাথে ১০৮ এবং ঘুঙ্গুর পুলিশ আউট পোস্টে এ ঘটনার কথা জানান।
“১০৮ আম্বুলান্স ঘটনাস্থলে পৌঁছায় এবং অ্যাম্বুলেন্সের আধিকারিক চালককে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পুলিশ ও ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং তার পরিচিতি অনুসন্ধান করে কিন্তু এখনো তা বের হয়নি” জানালেন একজন প্রত্যক্ষদর্শী।
পুলিশ অটো থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র বের করে; তাতে দেখা যায় রংপুর চতুর্থ খন্ডের বাসিন্দা মলয় চক্রবর্তী এই অটোরিক্সাটির মালিক। অটো ইউনিয়নের লোকেরা অটো মালিককে বের করে ঘটনা জানায় এবং ঘুঙ্গুর পুলিশও তাকে পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করতে বলেছে”, জানালেন ওই প্রত্যক্ষদর্শী।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী অটোচালকের পরিচিতি এখনো বের হয়নি। মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
Comments are closed.