অটো দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃত্যু : অটো নিয়ে চালক পলাতক।
শনিবার দুপুরে হাইলাকান্দির ভিচিংচায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, ভিচিংচা এলাকায় যাত্রীবাহী একটি অটো থেকে পড়ে ওই ব্যাক্তির মৃত্যু হয়। অটোর সামনের সিটে বসা ওই ব্যাক্তি হঠাৎ অটো থেকে পড়ে যান এবং তার উপর দিয়ে অটোর পেছনের চাকা চলে যায়।
গুরুতর জখম অবস্থায় ঐ ব্যাক্তিকে রাস্তায় ফেলে অটোটি গা ঢাকা দেয়। এলাকার জনগণ দৌড়ে এসে জখম ব্যাক্তিকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরন করেন। কিন্ত কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। বর্তমানে মৃতদেহটি হাসপাতালে পড়ে রয়েছে।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত নিহত ব্যাক্তির কোন পরিচয় পাওয়া যায় নি। অন্যদিকে দুর্ঘটনার জন্য দায়ী অটোটির ও কোন সন্ধান পাওয়া যায় নি।
Comments are closed.