Also read in

আসমে কোভিড১৯ আক্রান্ত আরো একজন, সংখ্যা পৌঁছালো ২৭শে

আসামে আরও একজনের দেহে করোনা সংক্রমনের সংবাদ এসে পৌছালো , করোনার সর্বশেষ শিকার ধুবড়ির একজন লোক। ওই ব্যক্তি ও নয়া দিল্লির নিজামুদ্দিন মারকাজ তাবলীগী জামাতের সমাবেশের সঙ্গে সংযুক্ত। এই নিয়ে আসামের সংখ্যা দাঁড়ালো ২৭ । আজ সকাল ন’টা ২৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই সংবাদ প্রদান করেছেন।

এদিকে, ত্রিপুরায় প্রথম কোভিড১৯ সংক্রমনের ঘটনা ধরা পড়ে গতকাল। পশ্চিম ত্রিপুরা জেলার উদয়পুরের ৪৫ বছর বয়স্ক গীতা রানী কর্মকার ত্রিপুরা রাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী।

এই করোণা আক্রান্ত রোগীকে নিয়ে বরাক উপত্যকা তথা আসামে ও চিন্তার কারণ রয়েছে। কারণ গীতা রানী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে গত ১৮ মার্চ গুয়াহাটি থেকে রওনা হয়ে করিমগঞ্জ হয়ে ১৯ মার্চ আগরতলা পৌঁছেছিল।

তাই, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে এক পোস্টে আবেদন রেখেছেন, “গত ১৮ মার্চ, সকাল ৯-১৫ মিনিটে গুয়াহাটি থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে যারা ভ্রমণ করেছেন, বিশেষত এস-৪ এবং এস-৫ বগিতে (S4 – S5) সফর করেছেন, তাদের মধ্যে যদি কোনও ধরনের কোভিড-১৯ (করোনা) সংক্রান্ত লক্ষণ থাকে, তবে অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। রাজ্যবাসীর সুস্বাস্থ্যের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে গাফিলতি একদম করবেন না। উক্ত ট্রেনটি ১৯ মার্চ, রাত ১:০৩ মিনিটে আগরতলায় এসে পৌঁছেছিল।”

Comments are closed.