Also read in

আসাম বিশ্ববিদ্যালয়ে আবারও যৌন নির্যাতনের ঘটনা, গ্রেফতার অধ্যাপক নাজমুল ইসলাম

আবারও একটা লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল আসাম বিশ্ববিদ্যালয়। আরেকটা যৌন নির্যাতনের ঘটনা ঘটলো আসাম বিশ্ববিদ্যালয়ে। খুব স্বাভাবিক ভাবেই এখন এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে আইন শৃঙ্খলা এবং মহিলাদের নিরাপত্তা এক প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়ালো।

আরবি বিষয় নিয়ে এমএ পাঠরতা এক ছাত্রী বিভাগীয় প্রধান নাজমুল ইসলাম বড় ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছেন। ওই ছাত্রীর বয়ান অনুযায়ী বিভাগীয় প্রধান তাকে তার কেবিনে ডেকে নিয়ে যৌন হেনস্থা করেন। এই ঘটনাটা গত মে মাসে ঘটলেও হুমকির মুখে প্রকাশ করতে সাহস পাননি তিনি।

“এফআইআর দাখিল করার পরই আমরা তদন্ত শুরু করি এবং ওই অধ্যাপকের বিরুদ্ধে প্রাথমিকভাবে যথেষ্ট প্রমাণ সাপেক্ষে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।” জানালেন কাছাড়ের পুলিশ অধীক্ষক রাকেশ রৌশন।

এখানে উল্লেখ করা যেতে পারে,
এক মাস আগে আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: সুদীপ্ত সরকারকে যৌন নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাসপ্যাণ্ড করা হয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড:সুদীপ্ত সরকারের বিরুদ্ধে তারই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। আশ্চর্য হলেও আসাম বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অভিযোগ তখনও নতুন ছিল না, আর এখনও নতুন নয়। এর আগেও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নিরাকার মল্লিকের বিরুদ্ধেও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সমাজের মেরুদন্ড হিসেবে চিহ্নিত শিক্ষকদের এধরনের ঘটনায় বারবার জড়িত থাকার অভিযোগে স্বভাবতই সবাই স্তম্ভিত।

এভাবে বারবার অধ্যাপকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিসন্দেহে বিশ্ববিদ্যালয় তথা সমাজের জন্য মঙ্গল জনক নয়।

Comments are closed.