আজ আবার টাকা ছিনতাই : "কর্মী অপ্রতুল,এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে",আশ্বাস দিলেন এসপি
পরপর দুদিন, এক মাসের মধ্যে পাঁচবার, শহরের প্রাণকেন্দ্র থেকে প্রকাশ্য দিবালোকে টাকা ছিনতাই করে পালিয়ে যাবার ঘটনা ঘটল । আজ আবার একই কায়দায় আরো একটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো । জীবন বীমা কর্মী নারায়ন গোস্বামী আজ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে হাইলাকান্দি রোড ধরে হাঁটছিলেন। আচমকা পেছন থেকে বাইকে আসা দুই যুবক ছোঁ মেরে তার হাত থেকে টাকার ব্যাগ নিয়ে ঐ বাইকে করেই পালিয়ে যায়। একই কায়দায় সবগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে।
গতকালও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জনৈকা মহিলার কাছ থেকে দু লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। রামনগর খেলমার বাসিন্দা নজরুল ইসলাম ভূঁইয়া পার্ক রোডের স্টেট ব্যাংক থেকে টাকা তুলে ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভান্ডারের বিপরীতে রাস্তার পাশে স্ত্রী হাসিনা বেগমকে রেখে অন্য একটা কাজে এগিয়ে যান । আচমকা দুই অজ্ঞাত পরিচয় যুবক বাইকে এসে হাসিনা বেগমের কাছ থেকে টাকার ব্যাগ টেনে হিঁচড়ে নিয়ে পার্ক রোডের দিকে পালিয়ে যায়। প্রত্যেকটা ঘটনায়ই ছিনতাইকারীরা হেলমেট দিয়ে মাথা-মুখ ভালো করে ঢেকে আসায় তাদেরকে সনাক্ত করা যাচ্ছে না। দিন কয়েক আগে বিবেকানন্দ রোডে ছিনতাই হয় ২ লক্ষ টাকা, তারপর রাধামাধব রোডে পুলিশ কর্মীর কাছ থেকে সাড়ে সাত লক্ষ টাকা, ক্যাপিটাল পয়েন্টের কাছে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২লক্ষ টাকা ছিনতাই হয়- এরকম ঘটনা ঘটেই চলেছে।
প্রত্যেকটি ঘটনার পরই সংশ্লিষ্ট থানায় এজাহার দাখিল করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোন ছিনতাইকারী ধরা পড়েনি। আজকের ঘটনার পর পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেব মোহন্তের সাথে যোগাযোগ করলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন,
“সবগুলো পুলিশ স্টেশনে ব্যাপকহারে বদলি চলছে, সাব-ইন্সপেক্টরই বদলি হয়েছেন ৪৮ জন, তার মধ্যে এখন পর্যন্ত ৮ জন যোগ দিয়েছেন, তাই একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। এনআরসি, ফ্লায়িং স্কোয়াড, সার্ভেল্যান্স টিম, এইগুলোতেও লোক দিতে হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ট্রাফিকের লোককেও আমি আজ নির্দেশ দিয়েছি সন্দেহভাজন কাউকে দেখতে পেলে তল্লাশি করার জন্য এবং সাথে সাথে আমাদের জানানোর জন্য। আশা করছি, এক সপ্তাহের মধ্যে আমরা ঠিকভাবে পরিস্থিতি সামলাতে পারবো।”
Comments are closed.