Also read in

আবার এনকাউন্টার কাছাড়ে ! পুলিশের গুলিতে আহত কুখ্যাত ডাকাত শামীম আহমেদ লস্কর

গতকাল রাতে এনকাউন্টারের আরো একটি ঘটনা ঘটল কাছাড় জেলায়। পুলিশের গুলিতে আহত হওয়ার পর এক কুখ্যাত ডাকাত শামীম আহমেদ লস্করকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে কাছাড় জেলা আরক্ষীর হাতে গ্রেফতার হয়েছিল এই কুখ্যাত ডাকাত। গতকাল রাতে শামীম আহমেদকে সঙ্গে নিয়ে পুলিশ শিলচর শহর সংলগ্ন আউলিয়া টিলাতে যায়, উদ্দেশ্য ডাকাতি করে সংগ্রহ করা জিনিসপত্র উদ্ধার করা। আউলিয়া টিলায় পৌঁছে শামীমের চুরি করা দুটি বাইক উদ্ধার করে পুলিশ বাহিনী। তারপরই শামীম আহমেদ পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশের গুলিতে গুলিবিদ্ধ শামীম আহমেদকে পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এই ডাকাত শামিম আহমেদ সোনাই থানার অন্তর্গত কচুদরাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে। চুরি-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ কাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কাছাড় জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অনেকগুলি মামলাও রয়েছে ‌।

ঐ এনকাউন্টারের সময় কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক, সদর থানার ওসি এবং রাঙ্গিরবখাড়ি থানার আইসি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Comments are closed.