হিমন্ত বিশ্ব শর্মার টুইট: কাছাড় থেকে আরও একজন করোনায় আক্রান্ত, মেডিক্যাল সূত্র অনুযায়ী ব্যক্তিটি শোণিতপুরের
লকডাউন উঠার পর বরাক উপত্যকা যখন ধীরে ধীরে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরছিল তখন আরও একটা সজোরে ধাক্কা খেতে হল। কাছাড়ের এক ব্যক্তি কোভিড ১৯ পজিটিভ বলে জানা গেছে। হিমন্ত বিশ্ব শর্মা ৬ মে রাত সাড়ে নটায় টুইটে আপডেট দিয়ে একথা জানান।
যদিও স্বাস্থ্যমন্ত্রী করোনা আক্রান্ত এই ব্যক্তি কাছাড় থেকে বলে ঘোষণা করেছেন, তবে শিলচরের চিকিৎসা সূত্র থেকে জানা যায় যে কোভিড ১৯ পজিটিভ এই ব্যক্তি আজমির থেকে ফিরেছেন এবং শোনিতপুর জেলার বাসিন্দা। আজ সকালে তিনি যাত্রী ভর্তি এক বাসে কাছাড় এসে পৌঁছে ছিলেন।
এনিয়ে অসমে কোভিড ১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫। এখন পর্যন্ত অসমের হাইলাকান্দি থেকে একজনের মৃত্যু হয়েছে করোনার করাল গ্রাসে। কাছাড়ের প্রথম করোনা আক্রান্ত রোগী আজ সফলভাবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। করিমগঞ্জের একজন রোগী এখনো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।শোণিতপুর জেলা থেকে আসা এই রোগীর চিকিৎসা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে করা হবে।
Comments are closed.