আবার পথদুর্ঘটনা : মুখোমুখি দুই বাইকের সংঘর্ষে নিহত সোনাইয়ের এক যুবক, আহত আরও দুই
সোনাই মাধব চন্দ্র দাস কলেজের সামনে দুই বাইকের মুখোমুখি ধাক্কায় নিহত হয়েছেন সোনাই এলাকার এক যুবক। ঘটনাটি ঘটে শনিবার সকাল দশটা নাগাদ।
স্থানীয় যুবক ইকবাল হোসেন মজুমদার তার ভাইয়ের সঙ্গে মোটর সাইকেলে সোনাই বাজার যাবার পথে অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হন। তাকে দ্রুত নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড গতিতে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরোহীরা ছিটকে রাস্তায় গিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ সেখানে জড়ো হন এবং তাদের উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সবথেকে বেশি যখম হয় ইকবালের, তার ভাই জাইদুল হক মজুমদারও আহত হয়েছেন। এছাড়া উল্টো দিক থেকে আসা বাইক আরোহী মাঙ্গি সিংহ ও আহত হয়েছেন।
নিহত যুবক সোনাইয়ের বেরাবাক গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল খালিক মজুমদারের ছেলে। তার বয়স কুড়ি বছরের কাছাকাছি। ভাইয়ের সঙ্গে কোনও একটা কাজে সোনাই বাজার যাচ্ছিল এবং সেখানেই দুর্ঘটনায় প্রাণ হারায়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত কয়েক দিনে সোনাই এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা হয়েছে এবং অনেক তরতাজা প্রাণ গেছে ।
শীতের মরসুমে দুর্ঘটনার সংখ্যা কিছুটা বৃদ্ধি পায়। অনিয়ন্ত্রিত বাইক চালানো এর অন্যতম কারণ। কালাইনে পরপর সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যুর পর পরিবহন বিভাগ বেশ কিছু কঠিন পদক্ষেপ নিতে শুরু করেছে। এতে পরিস্থিতি আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কালাইনের পর সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা হচ্ছে সোনাই-কাবুগঞ্জ এলাকায়। পরিবহন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে সেখানেও তাদের অভিযান শুরু হবে।
Comments are closed.