ভিআইপি সড়কের উপর বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনায় প্রাণ হারালেন মানস মুখার্জি
উধারবন্দ সড়কে আবার এক দুর্ঘটনা, এবার প্রাণ হারালেন বাইক আরোহী দুধপাতিলের মানস মুখার্জি (৪৫) ।
ঘটনাটি ঘটে শনিবার রাত এগারোটা নাগাদ উধারবন্দ ডায়েট রোডের খাদি অফিসের সামনে । প্রত্যক্ষদর্শীরা জানান, মানস মুখার্জি বাইক নিয়ে দুধপাতিল যাওয়ার সময় ডায়েট রোডের খাদি অফিসের সামনে রাস্তার উপরে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে , বাইক থেকে ছিটকে পড়েন তিনি । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উধারবন্দ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে সাথে সাথে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । ১০৮ অ্যাম্বুলেন্সে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু ততক্ষণে মানস মুখার্জি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের পর মানস মুখার্জির মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেওয়া হয় ।
ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর, সেকেন্ড অফিসার ধীরেন বৈশ্য । তারা গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
এদিকে, স্থানীয় জনগণ অভিযোগ করেছেন মহাসড়ক থেকে উধারবন্দ ভিআইপি সড়ক প্রশস্ত করলেও বিদ্যুতের খুঁটি যথাস্থানে থেকে যাওয়ায় আজকের এই দুর্ঘটনা ঘটেছে,এই দুর্ঘটনার জন্য স্পষ্টতই দায়ী বিদ্যুৎ বিভাগ। উত্তেজিত স্থানীয় জনগণ সাংবাদিকদের জানান, রাস্তার উপরে বিদ্যুতের খুঁটি থাকার জন্য প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় মানুষকে । স্থানীয়দের পক্ষ থেকে অনেক বার রাস্তার উপর থেকে বিদ্যুতর খুঁটি সরানোর ব্যাপারে দাবি তোলা হলেও বিভাগীয় কর্তৃপক্ষ এব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি । রাস্তার ওপর থেকে বিদ্যুতের খুঁটি কিনারায় সরিয়ে দেওয়ার কাজটা অতিসত্বর সম্পন্ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান স্থানীয় জনগণ ।
Comments are closed.