Also read in

হাইলাকান্দির দীননাথপুরে ম্যাজিক ট্রাকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন দীননাথপুর এলাকায় ম্যাজিক ট্রাকের ধাক্কায় নুরানা বেগম নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে দীননাথপুর প্রথম খণ্ড এলাকায়। দুর্ঘটনায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে দীননাথপুর বাজার সংলগ্ন এলাকা। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন।কাটলিছড়া পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা গেছে, এদিন বিকেলে দীননাথপুর থেকে রামচণ্ডীগামী ম্যাজিক ট্রাকটির নীচে চাপা পড়ে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ৩৮০ নং উত্তর দীননাথপুর এল পি স্কুলের পাঁচ বছরের শিশু, স্কুল ছাত্রী নুরানা বেগম ।। দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও ততক্ষণে নুরানার মৃত্যু হয় । গাড়ি চাপা পড়ে দিনমজুর কবির হোসেনের কন্যা নুরানার মৃত্যুর খবর চাউর হতেই এলাকার উত্তেজিত জনতা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন । ক্ষুব্ধ জনতা গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন। দেখা দেয় উত্তেজনা ।

অন্যদিকে দীননাথপুর এলাকায় ইদানিং মোবাইল নেটওয়ার্ক কাজ না করায় অনেক দেরিতে পুলিশে খবর পৌঁছায়। খবর পেয়ে কাটলিছড়া পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিন রাতে পুলিশ নিহত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করে কাটলিছড়া থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মৃতদেহটির ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!