Also read in

পাথারকা‌ন্দিতে ফের বন্য শূক‌রের আক্রম‌ণে আহত তিন, আতঙ্ক এলাকা জুড়ে

মেদলি বাগানের পর এবার পুতনি বাগানে বন্য শূকরের আক্রমণে আহত হলেন তিন জন ব্যক্তি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তারা করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। জানা গেছে আজ থেকে মাত্র নয় দিন আগে পাথারকা‌ন্দির মেদ‌লি বাগা‌নে গরু চরাতে গিয়ে বন্য শূক‌রের আক্রম‌নে একজ‌নের মৃত্যু সহ অন্য এক যুবক গুরুতর আহত হ‌য়েছিলো। আহত যুবকটি এখনো হাসপাতালে চি‌কিৎসা‌ধীন আবস্থাতে রয়েছে।এরই মধ্যে ফের আজ বিকালে পুতনি বাগানে ঘটে গেল এমনি এক কান্ড। এবার বন্য শূকরের আক্রমণেে আহত হলেন তিন বাগান শ্রমিক। এ নিয়ে ফের বাগান এলাকার জনমনে একরাশ আতঙ্ক বিরাজ করেছে।

এ‌দি‌কে এ ঘটনার খবর পে‌য়ে পাথারকা‌ন্দির বিধায়ক কৃ‌ষ্ণেন্দু পাল তড়িঘড়ি অকুস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে শূকরের আক্রমণে আহত হওয়া তিন ব্যক্তি যথাক্রমে উত্তম বালমিক দাস (২৪) অভিমান্য তুরিয়া (৩৫) ও শচিন্দ্র বালমিক (৩৫) দেরকে উদ্ধার করে প্রথমে পাথারকান্দি হাসপাতালে নিয়ে আসেন; আঘাত গুরুতর হওয়ায় এখানে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য এম্বুল্যান্স করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেন বিধায়ক। এর পাশাপাশি বিধায়ক কৃষ্ণেন্দু পাল আহতদেরকে আর্থিক সাহায্য ও প্রদা‌ন করেন। আহতদের যাব‌তীয় চি‌কিৎসার ব্যায় ভার বহ‌নের আশ্বাস দেন এবং চিকিৎসার ক্ষেত্রে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাবেন বলে জানান।

তৎস‌ঙ্গে বু‌নো শূকর‌টি‌কে তা‌ড়ি‌য়ে দি‌তে বন ক‌র্মি‌দের অনু‌রোধ জানানোর পাশাপাশি বন্য শূকরের আক্রমণ থেকে বাগানের মানুষকে রক্ষা করতে কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে তিনি ঘটনা স্থল থেকে বন মন্ত্রী পরিমল শুক্লবৈধ্যব সাথে ফোন যোগে আলাপ করেন । বন মন্ত্রী এবিষয়ে বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করে খুব শীঘ্রই পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পালকে।

Comments are closed.

error: Content is protected !!