Also read in

শিলচর ডিএস এর সদস্য পদ রদ করেছে এওএ, জানেনই না অবজারভার শৈবাল সেনগুপ্ত!

এক বছরেরও বেশি হয়ে গেল শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ রদ করেছে আসাম অলিম্পিক সংস্থা (এওএ)। তবে সেকথা নাকি জানেনই না এওএর সদস্য শৈবাল সেনগুপ্ত। এমনকি এওএর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটাও জানা নেই তার। উল্টো তিনি জোর গলায় দাবি করেন, আদালতে মামলা হলে তো আইনি নোটিশ যেত এওএর কাছে ‌। এমন কোনও নোটিশ তো যায়নি?

রবিবার শৈবাল সেনগুপ্ত এসেছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার বি জি এমে। এওএর অবজারভার হিসেবে। তাঁর সঙ্গে আরও এক অবজারভার হিসেবে এসেছেন করিমগঞ্জের অমরেশ চৌধুরী। তার সামনে দাঁড়িয়েই শৈবাল বাবু এক প্রশ্নের জবাবে বলেন, ‘এওএ আবার কবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ রদ করল? এবিষয়ে আমার কিছু জানা নেই।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এওএ কেন শিলচর ডি এস এর সদস্য পদ রদ করবে। শিলচর তো এওএর সব ইভেন্টেই অংশ নিচ্ছে। তাহলে আপনারা এই প্রশ্ন কেন করছেন।’ এওএর বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটাও মানতে অস্বীকার করেন শৈবাল বাবু। তাঁর কথায়, ‘মামলা হলে তো আদালত থেকে আইনি নোটিশ যেত এওএ তে। কই এমন কিছুই তো যায়নি।’

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিবাদ মিটিয়ে দিতে এই শৈবাল সেনগুপ্ত কেই দায়িত্ব দিয়েছিলেন এওএর সচিব লক্ষ্য কোওর‌। ফলে শুরু থেকেই এনিয়ে সব কিছু তার জানার কথা। কিন্তু তিনিই শিলচরের মাটিতে দাঁড়িয়ে বলছেন, শিলচর ডি এস এর সদস্য পদ রদ করেনি এওএ?

 

ডি এস এর সদস্য পদ রদ করে চিঠি ও দিয়েছিল এওএ। এমনকি নিজেদের সব সদস্যদের চিঠি দিয়ে নির্দেশ দিয়েছিল তারা যেন তাদের সভা সমিতি তে শিলচর ডি এস এ কে অংশ নিতে না দেয় ‌। একরকম শিলচরকে বয়কট করার ডাক দিয়েছিলেন এওএ সচিব লক্ষ্য কোওর‌। এতকিছুর পরও শৈবাল সেনগুপ্ত বলছেন, এওএ শিলচর জেলা ক্রীড়া সংস্থার সদস্য পদ রদ করেনি?

যারা এওএ এবং শিলচর ডি এস এ-র মধ্যে চলা সংঘাত নিয়ে এভাবেই অন্ধকারে, তাঁদেরই ডি এস এ-র বিজিএমে ‘ অবজারভার ‘ করে পাঠিয়েছে এওএ। এর চেয়ে আর হাস্যকর কী-ই বা হতে পারে!

Comments are closed.