Also read in

এপিএসসি: বিডিও হিসেবে নির্বাচিত বদরপুরের পর্তুগিজ সম্প্রদায়ের হেরি পলস

অনেকেই জেনে আশ্চর্য হবেন যে আসামে পর্তুগিজ সম্প্রদায়ের লোকও বসবাস করেন। পরিসংখ্যানে জানা যায়, বরাক উপত্যকার বদরপুরে প্রায় ২৫০০ জন পর্তুগিজ সম্প্রদায়ের লোক বসবাস করেন। দেশের অন্যান্য স্থানে বিভিন্ন সময়ে স্থানান্তরিত হওয়ার জন্য সম্প্রদায়টির জনসংখ্যা এখানে বর্তমানে কমে গেছে। সেই পর্তুগিজ সম্প্রদায়ের হেরি পলস ফার্নান্ডেজ বিডিও পদে নির্বাচিত হয়েছেন। তিনি বদরপুরের বাসিন্দা।এর ফলে এ পি এস সিতে বরাক উপত্যকার সাফল্যের খাতায় আরো এক নাম সংযোজিত হলো।

 

 

 

হেরি পলসকে এই পদে নির্বাচিত হওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন রাউন্ডে পাস করতে হয়েছে। আসাম পাবলিক সার্ভিস কমিশন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অধীনে ডেভেলপমেন্ট অফিসারের জন্য নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা তালিকা প্রকাশ করেছে। এপিএসসি’র একজন সিনিয়র কর্মকর্তা জানান যে “এই পদগুলির জন্য আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষায় বসার জন্য বলা হয়। পরে মৌখিক পরীক্ষাও নেওয়া হয়। এটি মিনি এসিএস এর মত”।

 

প্রকাশিত তালিকার মধ্যে ১১ জনের নাম ছিল। হেরি পলস ষষ্ঠ স্থান অধিকার করেন। বরাক উপত্যকার তিনিই একমাত্র আবেদনকারী যিনি বিডিও পদের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হন।

 

“এপিএসসি’র এই ফলাফল বরাক উপত্যকার মানুষদের নৈতিক সহায়তা করবে। এপিএসসি তে আমাদের একজন শীর্ষস্থান পেয়েছেন, চা উপজাতির একজনও মেধা তালিকায় এসেছেন, সাফল্যের তালিকায় আরও নাম রয়েছে। এখন সংক্ষিপ্ত তালিকা ভুক্ত হলেন বদরপুরের আরেক জন প্রার্থী। এগুলো বরাক উপত্যকার জন্য খুবই ইতিবাচক দিক। এ নিঃসন্দেহে ভবিষ্যতে অনেক শিক্ষার্থীকে এপিএসসি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে” মন্তব্য করলেন একজন অধ্যাপক।

Comments are closed.