Also read in

এপিএসসি দুর্নীতি: গ্রেপ্তার করিমগঞ্জের বিডিও সুশোভন দাস সহ ১৯ পদস্থ আধিকারিক

আসাম লোকসেবা আয়োগে টাকার বিনিময়ে চাকুরির দুর্নীতির খবর বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে। আজ গুয়াহাটিতে আরো ১৯ জনকে গ্রেফতারের সাথে সাথে এই কেলেঙ্কারিতে সর্বমোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৫৫ ।

আজ গ্রেপ্তার হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন করিমগঞ্জের খণ্ড উন্নয়ন আধিকারিক সুশোভন দাস এবং বিজেপি দলের সাংসদ কন্যা পল্লবী শর্মা। গতকাল পুলিশ এই ১৯ জন অফিসারকে তলব করে যার মধ্যে রয়েছেন ১৩ জন এসিএস, ৩ জন এপিএস, একজন ডিটিও, ১ জন কর অধীক্ষক এবং ১ জন কর পরিদর্শক। আজ এদের সবার হস্তাক্ষর পরীক্ষা করা হয় এবং সাথে সাথেই গ্রেফতার করা হয়। মহিলা আধিকারিকদের কাহিলিপাড়া থানায় এবং পুরুষ আধিকারিকদের পানবাজার থানায় রাখা হয়েছে; আগামী কাল সকালে এদেরকে কোর্টে পেশ করা হবে।

আজ যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন সুরঞ্জিতা হাজারিকা (এসিএস), উৎপল ভূঁইয়া(এসিএস), বর্ণালী দাস (এসিএস), সুশোভন দাস (এসিএস), ধ্রুবজ্যোতি চক্রবর্তী(এসিএস), মঞ্জুর ইলাহি লস্কর(এসিএস), মুন মজুমদার(এসিএস), মোস্তফা আহমেদ বড়ভূঁইয়া (এসিএস), সাইবুর রহমান বড়ভূঁইয়া(এসিএস), মনিকা তেরঙপি (এসিএস), গণেশ চন্দ্র দাস (এসিএস), শ্রাবন্তী সেনগুপ্ত(এসিএস), দীপশিখা ফুকন(এসিএস), লীনা কৃষ্ণ কাকুতি(এসিএস), গুলশান দাওলাগপু (এপিএস), পল্লবী শর্মা(এপিএস), ভার্গব ফুকন(এপিএস), ঋতুরাজ নিয়োগ (কর অধীক্ষক) এবং নিপুন কুমার পাঠক (কর পরিদর্শক)।

খন্ড উন্নয়ন আধিকারিক (বিডিও) সুশোভন দাস করিমগঞ্জের লঙ্গাইর রোডের বাসিন্দা এবং বর্তমানে সহকারী কমিশনার হিসেবে করিমগঞ্জ প্রশাসনে নিযুক্ত আছেন। এই সেবায় যোগ যোগদানের আগে তিনি করিমগঞ্জ ফ্রন্টিয়ার কলেজে অধ্যাপনা করতেন ।

এপিএস পল্লবী শর্মা হচ্ছেন তেজপুরের বর্তমান বিজেপি সাংসদ আর পি শর্মার কন্যা। সাংসদ শ্রী শর্মা ইকোনমিক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, “২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে আমাকে কালিমা লিপ্ত করার এটা একটা ষড়যন্ত্র ; তবে খুব শিগগিরই আমি এদের মুখোশ খুলে দেবো”।

বিগত দুই বছরে অসম সরকার এপিএসসি চেয়ারম্যান রাকেশ পাল, কমিশনের সদস্য শফিকুর রহমান এবং বসন্তকুমার দোলে কে নিয়ে এখন পর্যন্ত ৫৫ জনকে গ্রেফতার করেছে যা কিনা সর্বানন্দ সোনোয়াল সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এক সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।

Comments are closed.

error: Content is protected !!