Also read in

'জোর করে আটকে রাখার প্রশ্নই উঠে না', ব্যক্তিগত বিষয় নিয়ে 'প্রথম ও শেষবারের মতো' মুখ খুললেন মারিয়া তানিম

অবশেষে মুখ খুললেন এ পি এস সি টপার মারিয়া তানিম। সাম্প্রতিককালে নিজের সম্পর্কে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে বললেন, ‘প্রকাশিত খবরে বিন্দুমাত্র সত্যতা নেই, বিশেষ করে বাবা অবসরপ্রাপ্ত বিডিও কুতুব উদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা’। রবিবার শিলচরের সংবাদমাধ্যমকে তিনি জানান, তাকে জোর করে আটকে রাখার যে অভিযোগ তার বাবার বিরুদ্ধে উত্থাপন করেছে খান পরিবার, তা একশ শতাংশ মিথ্যা।

মারিয়া আরও বলেন, ‘বর্তমান সময়ে কি কেউ কাউকে আটকে রাখতে পারে! তিন বছর আগে খান পরিবার থেকে চলে এসেছি স্বেচ্ছায়, এরপর থেকে ওদের কারোর সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা যোগাযোগ নেই। আমি প্রাপ্তবয়স্ক এবং বিভিন্ন কারণে ওই পরিবার থেকে চলে আসার সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্ব এবং ব্যক্তিগত এতে বাবা-মাকে জড়ানোর প্রশ্নই উঠে না’।

গত ২৭ নভেম্বর গুয়াহাটির রাজপথে মারিয়ার বাবার ওপর আক্রমণের নিন্দা জানান তিনি; বলেন, তিন বছর আগে আজাদ খান ওরফে মিটু ও তার পরিবারের সঙ্গ ছেড়ে চলে আসার পর থেকে ওদের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগই রাখেননি তিনি। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে চলে আসাটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে জোর করে কিছু করার কোনো জায়গা নেই। সেই মুহূর্তে এপিএসসি পরীক্ষার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে ভেবে সেক্ষেত্রে কোন আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। তবে অনেকদিন থেকেই তার সম্মতিক্রমেই সামাজিকভাবে বিবাহবিচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছেন মারিয়ার মা-বাবা।

তিনি স্পষ্টতই বলেন, সম্পূর্ণভাবে ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রচারের আলোয় এসে চর্চা করা মুর্খামির নামান্তর। তাই তিনি এই ব্যাপারে প্রথম এবং শেষবারের মতো মুখ খুললেন।

Comments are closed.