Also read in

'অরণ্য'র উদ্যোগে শিলচরে ১ ফেব্রুয়ারি থেকে তিনদিনের পুষ্প প্রদর্শনী

পরিবেশ সচেতনতা নিয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ‘অরণ্য’ নামের এক নতুন সংগঠন বানিয়েছেন শহরের কিছু সচেতন নাগরিক। এর আত্মপ্রকাশকে সামনে রেখে তিন দিনের একটি পুষ্প প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নরসিংটোলা মাঠে আয়োজিত হবে এই মেলাটি। এতে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি থাকবে পরিবেশ সচেতনতা নিয়ে বিভিন্ন কার্যসূচি। রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সংস্থার পক্ষে খবরটি জানানো হয়।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য অধ্যাপক অশোক গুপ্তরায়, প্রদীপ চক্রবর্তী,রজত চৌধুরী সহ অন্যান্যরা। তারা বলেন, পরিবেশ সচেতনতা আজকের যুগের অন্যতম প্রয়োজনীয় চিন্তা। আমরা শিলচরে পরিবেশ এবং আবর্জনা নিয়ে যেভাবে লড়াই করছি তার বিরুদ্ধে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমরা এই সংগঠনটি বানিয়েছি। আমরা শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকব না, গ্রামেও পৌঁছে যাবো। এই পুষ্পপ্রদর্শনীর মাধ্যমে আমাদের আত্মপ্রকাশ, কারণ পরিবেশ সুস্থ রাখতে হলে আমাদের প্রকৃতির কাছাকাছি পৌঁছতে হবে।

পুষ্প প্রদর্শনীতে তিন দিন যে কেউ অংশ নিতে পারবেন। এতে বিভিন্ন ক্যাটাগরি রাখা হয়েছে, প্রত্যেক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। ফুল ছাড়াও ফল এবং সব্জির বিভাগেও পুরস্কার দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নিতে হলে একটি ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে যা অনুষ্ঠানে এলে যে কেউ করতে পারবেন। প্রতিযোগিতার ক্যাটাগরির মধ্যে ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, মেরিগোল্ড ও অন্যান্য ফুল রয়েছে। এছাড়া থাকবে টবে লাগানো ফল এবং সব্জিও। বনসাই বিভাগে গাছকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া রয়েছে ক্যাকটাস ও অন্যান্য গাছের জন্য আলাদা ক্যাটাগরি।

প্রদর্শনীর পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে ভবিষ্যতে বিভিন্ন পরিকল্পনা রয়েছে সংস্থার সদস্যদের। তারা শিলচর এবং গ্রামাঞ্চলের পরিছন্নতা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেবেন এবং প্রশাসনের কাজেও প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

১লা ফেব্রুয়ারি সকালে নরসিংটোলা ময়দানে পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলাশাসক লায়া মাদ্দুরি। সঙ্গে থাকবেন শহরের বিভিন্ন সমাজ সচেতন ব্যক্তিরা। প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। এতে শিলচর শহর এবং গ্রামাঞ্চলের প্রত্যেক পরিবেশ সচেতন ব্যক্তিকে এই অনুষ্ঠানে এসে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন সংস্থার সদস্যরা।

Comments are closed.