Also read in

কন্টেইনমেন্ট জোন ঘোষিত হল শহরের দাস কলোনি এবং চাঁদমারি এলাকার দুটো গৃহ এবং আশপাশের এলাকা

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট তথা জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের চেয়ারপারসন শ্রীমতি কীর্তি জাল্লি এক নির্দেশ জারি করে জানিয়েছেন যে, শিলচরের দাস কলোনিস্থিত উত্তমাশা লেনের হাউস নম্বর ১২ নিবাসী চন্দ্রা সাহা করোনা পজিটিভ রোগী হিসেবে নিশ্চিত হবার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তির বাড়ি সিল করে দেওয়া হয়েছে এবং উক্ত এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l

একইভাবে শিলচর, তারাপুর চাঁদমারি রোড এলাকার শর্মিষ্ঠা পাল এবং দীপক দাস নামের দুই ব্যক্তিকে করোনা পজিটিভ রোগী হিসেবে সনাক্ত করা হয় এবং কাছাড় জেলার অসিত দাস নামের আরো এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হবার পর- সংক্রমিতদের বাড়ি সিল করা সহ চাঁদমারি রোড এলাকা, শিলচর আই এস বি টি সংলগ্ন গোডাউন এবং শিলচর মালুগ্রামের দেবীপ্রসাদ স্কুলের নিকটস্থ পদ্মপ্রসাদ সরণি গলিকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে l করোনা ভাইরাস সংক্রমণ আরো যাতে ঘটতে না পারে এর জন্য এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে l

উক্ত এলাকাগুলোকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে ঐ এলাকা দিয়ে যাতায়াত করার ক্ষেত্রে বেশকিছু কঠোর নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে l এই নিষেধাজ্ঞা গুলি হচ্ছে :–

1) ওই এলাকায় যাতায়াত করার ক্ষেত্রে প্রবেশ ও বাহির হবার স্থান নির্দিষ্ট করতে হবে l

2) এই কনটেইনমেন্ট এলাকায় কর্তৃত্ব বিহীন ভাবে কোন বাসিন্দা চলাফেরা করতে পারবেন না l

3) যানবাহন ওই এলাকা গুলি দিয়ে চলাফেরা কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে l

4) মেডিকেল ইমার্জেন্সি, অত্যাবশ্যকীয় সামগ্রী পরিবহনকারী যানবাহন ইত্যাদি ছাড়া কেহ ওই এগুলি দিয়ে চলাফেরা করতে পারবেন না l

5) যাচাই না করে কোনো ব্যক্তিকে ওই এলাকায় দিয়ে চলাফেরা করতে দেওয়া হবে না l

6) মানুষের আসা যাওয়ার রেকর্ড করা হবে এবং আইডিএসপি সহায়তা নেওয়া হবে l
7) সামাজিক দূরত্ব ইত্যাদির বিধিসম্মত নিয়ম-নীতি কঠোরভাবে পালন করতে হবে l

Comments are closed.