আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদক অরিত্র ধর, সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য
অরিত্র ধর আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্বরূপ ভট্টাচার্য।
আসাম বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র ইউনিয়ন গঠনের জন্য আজ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফল নিয়ে স্বভাবতই সবাই উৎসুক ছিল।
সোশ্যাল ওয়ার্ক বিভাগের ছাত্র শিলচরের জনপ্রিয় নাট্যকর্মী অরিত্র ধর ৯৬ ভোটে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী মুক্তার হোসেন লস্করকে। অরিত্র পেয়েছেন ১৪৫৭টি ভোট, মোক্তার হোসেন লস্কর পেয়েছেন ১৩৬১টি ভোট।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বি সরোজ কুমার দাসকে ২৭০টি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন রামকৃষ্ণ নগর বিশ্বরূপ ভট্টাচার্য। এই পদে ৪৮ টি ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন রত্নদ্বীপ পাল।
ছাত্র ইউনিয়নের নতুন সহ-সভাপতি হিসেবে জয়দীপ নন্দী নির্বাচিত হয়েছেন। দুই সহ সম্পাদক হয়েছেন- সহ সম্পাদক( পুরুষ) সুমন দাস, সহসাধারণ সম্পাদিকা (মহিলা) তারা বর্মন।
সুস্মিতা হোশি নংমেইকাপম সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন তানা বর্মন, ম্যাগাজিন সম্পাদক – আশিস কুমার বসুমাতারি, ক্রীড়া সম্পাদক – জি অ্যালবার্ট রঙমাই।
Comments are closed.