দুঃসাহসিক ঘটনা : এটিএম ভেঙে টাকা লুটপাটের চেষ্টায় ধৃত যুবক
প্রকাশ্য দিবালোকে ভারতীয় স্টেট ব্যাঙ্কের এটিএম বুথে ঢুকে টাকা লুটপাটের চেষ্টার দায়ে এক সেনা জওয়ানের হাতে আটক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম ইমদাদুল্লা বড়ভুইয়া, বাড়ি লালা থানাধীন নিয়ামতপুর গ্রামে।।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাইলাকান্দি জেলার লালা বাজারে। ভারতীয় স্টেট ব্যাঙ্কের লালা বাজার শাখা সংলগ্ন এটিএম বুথে এদিন বেলা এগারোটা চল্লিশ মিনিট নাগাদ এক যুবক নাইলনের একটি বাজার ব্যাগ নিয়ে প্রবেশ করে এবং ব্যাগের ভেতর থাকা একটি হাতুড়ি বের করে এটিএম মেশিন ভাঙ্গার চেষ্টা করে। তখন ভারতীয় সেনা বাহিনীর এসিপি নায়েক পদবীর কাশ্মীরে কর্মরত জওয়ান, রাজ্যেশ্বরপুর ভেটালাপারের বাসিন্দা অসিত কুমার নাথও টাকা তুলতে এটিএম বুথে প্রবেশ করেন।
টাকা না তুলে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা যুবক ইমদাদুল্লাকে সেনা জওয়ান অসিত কুমার নাথ কারন জানতে চাইলে, তাকে ব্যাঙ্কের পক্ষ থেকে মেরামতির জন্য পাঠানো হয়েছে বলে জানায় সে। তখন সেনা জওয়ানের সন্দেহ হয়। একই সময়ে টাকা তোলার জন্য সিআরপিএফের আরও দুই জওয়ান প্রবেশ করে। তখন জওয়ানরা এটি এম থেকে তাদের নিজস্ব কার্ড দিয়ে টাকা তোলার চেস্টা করে। কিন্ত ইতিমধ্যে এটিএমের পিন ভেঙ্গে যাওয়ায় তারা টাকা তুলতে না পারায় সন্দেহ আরও ঘনীভূত হয়। তখন সেনাকর্মী অসিত কুমার নাথ সহ সিআরপিএফ জওয়ানরা তাকে পাকড়াও করে পাশে থাকা স্টেট ব্যাঙ্কের লালাবাজার শাখার ম্যানেজারের কক্ষে নিয়ে আসে।
ম্যানেজার সৌরজিত দেব এ ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং তড়িঘড়ি লালা পুলিশ থানায় খবর পাঠান। খবর পেয়েই লালা পুলিশ দ্রুত ব্যাঙ্কে ছুটে এসে ইমদাদুল্লা বড়ভুইয়াকে গ্রেফতার করে লালা থানায় নিয়ে যায়।
সেনা জওয়ান অসিত কুমার নাথ জানান, ধৃত ইমদাল্লার কাছ থেকে হাতুড়ি, ব্যাগ সহ তার একই নামে দু’টি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। এদিকে এসবিআই লালা শাখার ভারপ্রাপ্ত ম্যানেজার সৌরজিত দেব জানান, পুরো ঘটনার বিবরন জানিয়ে লালা থানায় তিনি এজাহার জমা দিয়েছেন। হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় এটিএম বুথের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।৷ এটিএম মেশিনের পিন ভেঙ্গে যাওয়ায় বর্তমানে ওই এটিএম বুথ বন্ধ করে দিতে হয়েছে। পুরো ঘটনাটি ভারতীয় স্টেট ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এটিএম মেশিন মেরামত না হওয়া পর্যন্ত ওই বুথ বনধ থাকবে বলেও জানান সৌরজিৎ দেব।
ধৃত ইমদাদুল্লা বড়ভুইয়ার লালা এসবিআই তে একাউন্ট থাকলেও ওই একাউন্টে কোন টাকা নেই।৷ যদিও সে বার বার এটিএম বুথে ঢুকে টাকা তোলার চেষ্টা করে। কিন্ত টাকা না পেয়ে এটিএম মেশিন ভাঙ্গার চেষ্টা করে বলে অন্য একটি সুত্রে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও এস বি আইর ওই এটি এম মেশিনে ভাংচুরের ঘটনা ঘটেছে।
Comments are closed.