Also read in

গোলদিঘি মলে আটক ২ ড্রাগস সেবনকারী পুলিশের হেফাজতে

প্রকাশ্যে ড্রাগস সেবন করতে গিয়ে হাতেনাতে জনতার কাছে উত্তম-মধ্যম খেল দুই যুবক। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শহরের সবথেকে জনবহুল এলাকা গোল দিঘি মলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মলে আসা একদল তরুণ মলের বাথরুমে দুই সন্দেহজনক যুবককে দেখতে পায়। তারা এদের আটক করে সুরক্ষাকর্মীদের জানায়। সুরক্ষা কর্মীরা দুই যুবককে পুলিশের হাতে তুলে দেন।

সদর থানা থেকে পাওয়া খবর অনুযায়ী, দুই ব্যক্তি শিলচর সংলগ্ন এলাকার বাসিন্দা। একজন হল বিশ্বজিৎ দাস (৩২) অন্যজন সুজিত দাস (২৪)। তাদের কাছ থেকে ড্রাগস এবং সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক অবস্থায় তাদের পেয়ে তরুণ-যুবকরা রেগে গিয়ে প্রথমে মারধর করে, পরে পুলিশে হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানানো হয়েছে সদর থানার পক্ষ থেকে।

সম্প্রতি কাছাড়ের এসপি রাকেশ রৌশন বলেছিলেন, শহরের পাবলিক টয়লেটগুলো ড্রাগস সেবনকারীদের লক্ষ্য হয়ে উঠেছে। এক মাসের মধ্যে দুটো মৃতদেহ গোলদিঘি মলের বাথরুম থেকে উদ্ধার হয়। তারপরও এভাবে ড্রাগস নিয়ে মলের বাথরুমে ঢুকে যেতে সক্ষম হচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এবং পুলিশ এসব আটকাতে প্রায় অসফল হচ্ছে। এতে চিন্তা প্রকাশ করেছেন মলের ব্যবসায়ীসহ শহরের একাংশ মানুষ।

Comments are closed.