Also read in

মনোনয়নপত্র জমা দিয়ে আশিস হালদার; "বিজেপি কর্মকর্তারা চাইছেন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি"

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ কাছাড় জেলা পরিষদ অফিসে এসে মনোনয়নপত্র জমা দিলেন আশিস হালদার। তিনি বিজেপি দলের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু দল আমিনুল হক লস্করকে পুনরায় মনোনয়ন দেয় সোনাই কেন্দ্র থেকে।

দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দলের
প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি এবং আজ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, সোনাই এলাকার বিজেপি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। “আমি ২০১৬ সনে দলের টিকিট চেয়েছিলাম, তখন আমাকে বলা হয়েছিল ২০২১ সালে আমার এই দাবি বিবেচনা করা হবে। কিন্তু যেহেতু দল আমার অনুরোধ বিবেচনা করেনি, আমি নির্দল হিসাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

কাল একটা গুজব রটেছিল যে হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ রাজদীপ রায়কে সঙ্গে নিয়ে নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ আশিস হালদারের বাড়িতে গিয়েছিলেন। এই প্রসঙ্গে হালদার বলেন, “গত রাতে আমি বাড়ি ছিলাম না, দলীয় কর্মকর্তারা আমার বাড়িতে গিয়েছিলেন। আমি দুঃখিত ওদের সাথে আমার দেখা হয়নি।”

হালদার প্রতিদ্বন্দ্বিতা করায় বিজেপি দলের ভোট ভাগ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এটা কি বিজেপি বনাম বিজেপি দ্বন্দ্ব যা এআইইউডিএফকে চালকের আসনে বসিয়ে দেবে ? এই প্রশ্নে তিনি বলেন, “এটা বিজেপি বনাম বিজেপি কি করে হয়! আমি বিজেপিতে নই এবং নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি শুধু এটুকুই বলতে পারি, এই নির্বাচনে আমি জিতছি”।

Comments are closed.

error: Content is protected !!