Also read in

প্রতীক্ষার অবসান, ঘোষিত হল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল মূল্যায়ন প্রক্রিয়া

অতিমারি কোভিডের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। ছাত্র-ছাত্রীদের শিক্ষাবর্ষ যাতে বিনষ্ট না হয় তার জন্য পরীক্ষা না নিয়েও কি করে ফলাফল ঘোষণা করা যায় তা নির্ধারণ করতে দুটো উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছিল। সেই দুই কমিটির সুপারিশের ভিত্তিতে আজ রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগু এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন ফলাফলে নিরূপণের নিয়মাবলী।

হাই স্কুল লিভিং সার্টিফিকেট এক্সামিনেশন, হাই মাদ্রাসা এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী ৩১ জুলাইয়ের ভিতরে। ঘোষিত ফলাফলে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন, সেই ব্যবস্থা করা হবে।

পরীক্ষা দুটির ফলাফলে কোনো মেধা তালিকা ঘোষণা করা হবে না। থাকবে না স্টার মার্কস বা ডিস্টিংশন।

হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাৰ ফলাফল মূল্যাংকন করবার জন্য নবম শ্রেণির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ৪০ শতাংশ নম্বর, দশম শ্রেণির পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে ৪০ শতাংশ নম্বর, বাকি কুড়ি শতাংশ নম্বর স্কুল কর্তৃপক্ষের অ্যাসাইনমেন্ট- উপস্থিতি প্রভৃতির মাধ্যমে নিরূপণ করা হবে ।

উচ্চমাধ্যমিক মূল্যায়নের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ তথা যেসকল বিভাগে প্রাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেখানে ফলাফল মূল্যায়নে মাধ্যমিকের পরীক্ষায় পাওয়া ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বরের ৫০% উচ্চমাধ্যমিকে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকে ক্লাস করা কালীন প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাওয়া পরীক্ষার ৩০% ফলাফলে আসবে। ১০% অ্যাসাইনমেন্ট, উপস্থিতি প্রভৃতির ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে বাকি ১০% নম্বর কাউন্সিলের তরফ থেকে দেওয়া হবে।

কলা এবং বাণিজ্য বিভাগে যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই সেখানে আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ৪০% এবং কাউন্সিলের তরফ থেকে ১০ শতাংশ নম্বর দেওয়া হবে।

মন্ত্রী আরও জানিয়েছেন, আসাম সরকারের যে সকল বিভাগে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে সেখানে এই ফলাফলের নম্বরগুলো গ্রাহ্য হবে না।

Comments are closed.

error: Content is protected !!