বরাক উপত্যকার ১৫ টি আসনে নির্বাচন দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ১লা এপ্রিল
শুক্রবার সন্ধ্যা পাঁচটায় নির্বাচন কমিশন অসম সহ পাঁচটি রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেছেন। অসমে নির্বাচন হচ্ছে তিনটি পর্যায়ে, ২৭ মার্চ, ১লা এপ্রিল এবং ৬ এপ্রিল। বরাক উপত্যকার ১৫ টি আসনে নির্বাচন হবে দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ ১লা এপ্রিল। নির্বাচন কমিশনের তালিকায় বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে মোট ৩৯টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে। এর মধ্যে রয়েছে ১ থেকে ২০, ৫৬, ৫৭, ৫৯, ৬৪-৭০, ৭৯-৮২, ৮৬, ৮৭, ৯০-৯২ নম্বর কেন্দ্র। অর্থাৎ বরাক উপত্যকার ১৫টি আসনে নির্বাচন দ্বিতীয় পর্যায়ে হচ্ছে।
কাছাড় জেলার সাতটি কেন্দ্রের নম্বর হচ্ছে শিলচর (৯), সোনাই (১০), ধলাই (১১), উধারবন্দ (১২), লক্ষ্মীপুর (১৩), বড়খলা (১৪) এবং কাটিগড়া (১৫)। হাইলাকান্দি এবং করিমগঞ্জের আটটি আসনের সংখ্যা হচ্ছে রাতাবাড়ি সমষ্টি (১), পাথারকান্দি (২), উত্তর করিমগঞ্জ (৩), দক্ষিণ করিমগঞ্জ (৪), বদরপুর (৫), হাইলাকান্দি (৬), কাটলিছড়া (৭) এবং আলগাপুর (৮)।
দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের নোটিফিকেশন জারি হবে ৫ মার্চ। মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন ১২ মার্চ। স্ক্রুটিনি ১৫ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ মার্চ। নির্বাচন ১লা এপ্রিল এবং গণনা ২ মে।
Comments are closed.