
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামী কাল শপথ নেবেন ড: হিমন্ত বিশ্ব শর্মা। তার নেতৃত্বে আসাম ব্যাডমিন্টন সংস্থা আরও উন্নতি করবে। এমনটাই মনে করেন সংস্থার সচিব ওমর রশিদ। শুধু আসামের নয়, ভারতীয় ব্যাডমিন্টন সংস্থারও সভাপতি হিমন্ত বিশ্ব শর্মা। সেইসঙ্গে এশিয়ান ব্যাডমিন্টন সংস্থার সহ-সভাপতি। তাই এমন একজন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন হবার ফলে পরিকাঠামোর দারুণ উন্নতি হবে। এর ফলে লাভবান হবে খেলোয়াড়রা। এমনটাই জানালেন আসাম ব্যাডমিন্টন সংস্থার সচিব।
রশিদ বলেন, ‘শেষ কার্যকালে অর্থমন্ত্রী থাকাকালীন ব্যাডমিন্টন সংস্থাকে অ্যাকাডেমি স্থাপনের জন্য এক কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এরমধ্যে ৫০ লক্ষ টাকা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। বাকি টাকাটাও এবার পেয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘পরিকাঠামোর উন্নতির জন্য এই সরকার সবসময় সাহায্য দিয়ে থাকে। আমিন গাঁও এ রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি ন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমী গড়ে তোলা হচ্ছে। সেটা সম্পূর্ণ হয়ে গেলে খেলোয়াড়রা খুবই লাভবান হবে। সেখানে ২০০ বেডের ব্যবস্থা থাকবে। একবার অ্যাকাডেমি চালু হয়ে গেলে জাতীয় স্তরের খেলোয়াড় এবং কোচরাও আসবে।’
রশিদ মনে করেন, যেসব কাজ বাকি রয়েছে নতুন মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেগুলি দ্রুতই সম্পন্ন হয়ে যাবে। তিনি বলেন, ‘আগের কার্যকালে অর্থমন্ত্রী থাকাকালীন হিমন্ত বিশ্ব শর্মা সংস্থাকে অনেক সাহায্য করেছেন। গত পাঁচ বছরে পরিকাঠামোর দিক থেকে অনেক কাজ হয়েছে। কিছু কাজ বাকি রয়েছে। এবার নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শীঘ্রই সেই সব কাজ সম্পন্ন হবে।’
আসাম ব্যাডমিন্টন সংস্থার সচিব জানান, দীর্ঘদিন হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলতে পারেন, আগামী পাঁচ বছর রাজ্যের ব্যাডমিন্টনে এক নতুন যুগের সূচনা হবে। রশিদ জানান, তার আসল কাজ হবে হিমন্ত বিশ্বশর্মা কে অ্যাসিস্ট করা। তিনি বলেন, ‘ওর সঙ্গে (হিমন্ত বিশ্ব শর্মা) দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ও কাজের লোক। আমার দায়িত্ব হবে শুধু ওকে অ্যাসিস্ট করা।’
Comments are closed.