Also read in

নির্বাচনের মুখে ছটি বিভাগ নিয়ে শিলচরে শুরু হচ্ছে মিনি সচিবালয়, বিনামূল্যে ৩০ ইউনিট বিদ্যুৎ

অনেক দিনের দাবী পূরণ হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে । বর্তমানে ছয়টি বিভাগ নিয়ে শিলচরে মিনি সেক্রেটারিয়েট গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান বিধানসভার সর্বশেষ অধিবেশন বসছে বৃহস্পতিবার, এর ঠিক একদিন আগে গতকাল মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে এই সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়।

বর্তমানে যে ছয়টি বিভাগ নিয়ে মিনি সেক্রেটারিয়াটের কাজ শুরু হচ্ছে সেগুলো হলো: পার্সোনাল, রাজস্ব, সাধারণ প্রশাসন, কৃষি, মৎস্য এবং পশু পালন ও পশু চিকিৎসা।

মন্ত্রিপরিষদের বৈঠকের অপর এক সিদ্ধান্তে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিন মাস সকল গ্রাহকদেরকে ৩০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রস্তাব ও গ্রহণ করা হয়েছে। উক্ত বৈঠকে নেওয়া অপর সিদ্ধান্ত গুলো হল ডিব্রুগড়ে শংকরদেব কলাক্ষেত্র, মিউনিসিপাল বোর্ডের কর্মচারীদের চাকুরী নিয়মিতকরন, ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পদকপ্রাপ্তদের চাকুরী প্রদান, সাইবার সিকিউরিটি পলিসি প্রস্তুত করা, বোড়োল্যান্ড এবং ষষ্ঠ তফসিলিভুক্ত অঞ্চলের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ স্থাপন প্রভৃতি।

এ দিনের বৈঠকে পূর্ত বিভাগের নাম পরিবর্তন করে লোক নির্মাণ বিভাগ নামাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments are closed.