চেম্বার অফ কমার্সের দক্ষিণ আসাম কমিটির যাত্রা শুরু, প্রতিষ্ঠাতা সভাপতি বিবেক পোদ্দার
শিলচর ইলোরা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ চেম্বার অব কমার্স( এসিসি)’র দক্ষিণ আসাম কমিটি গঠিত হলো। এ অঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী অসিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিবেক পোদ্দারকে আহ্বায়ক হিসেবে নিয়োগ করা হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, পোদ্দারকে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে।
এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মৃদুল মজুমদার কমিটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বুদ্ধাদেব দাসকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। চরণজিৎ ঘোষ ও স্বর্ণালী চৌধুরীকে সহকারী সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয় এবং আশীষ হালদারকে কোষাধ্যক্ষ করা হয়েছে।
তাছাড়াও কার্যনির্বাহী সদস্যদের একটি প্রগতিশীল দল এবং অভিজ্ঞ উপদেষ্টা মন্ডলীর একটি দল এসিসি’র কাজে সাহায্য করবেন।
এক প্রেস বিবৃতিতে কমিটি জানিয়েছে, দক্ষিণ আসামে বানিজ্য বিকাশের এক বিশাল সুযোগ রয়েছে। কারণ সরকার এখন এই সেক্টরের বিকাশের দিকে মনোনিবেশ করছে, যা অতীতে খুবই অবহেলিত ছিল। এই সংস্থাটি দক্ষিণ আসামে ব্যবসার উন্নয়নের জন্য সব সদস্য এবং নাগরিকদের সহযোগিতা গ্রহণ করবে। তাছাড়া সরকারের সঙ্গেও সহ সমন্বয়ে কমিটি কাজ করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এসএসসির দক্ষিণ আসাম কমিটি সব সরকারি প্রতিষ্ঠান এবং এনজিওর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে, যাতে করে এই অঞ্চলের বাণিজ্য এবং কারুশিল্প বর্তমানে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বাজার পেতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও স্থান পেতে পারে। এই অঞ্চলের ‘আই টি জোন’র বিকাশ ভবিষ্যতে কমিটির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হবে।
Comments are closed.