Also read in

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ১.২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মাল্টি পারপোস ভবন : তদন্তের দাবি বি.জে. পি যুব মোর্চার

চৈত্র মাসের ঘূর্ণিঝড়ে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মাল্টি পারপোস ভবনের টিন, ছাদ উড়ে যাওয়ায় কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে তদন্তের দাবি জানাল কাটলিছড়া মন্ডল  বিজেপি যুবমোর্চা। শুক্রবার বিকেলের আচমকা ঘূর্ণিঝড়ে এদিন ব্যাপক ক্ষয়ক্ষতি হয় লালা ও কাটলিছড়ায়।এদিন বিকেলে ঝড়ের তান্ডবে বহু  গাছপালা, বাড়ি ঘর, বৈদ্যুতিক তার ভূপাতিত হয়েছে।ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ না থাকায় স্তব্ধ হয়ে পড়ে পানীয় জল সরবরাহ।ঝড়ে কাটলিছড়া মাল্টিপারপোস ভবনে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

বিগত কংগ্রেস সরকারের আমলে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কাটলিছড়া মাল্টিপারপোস ভবনের ছাদের উপরের অধিকাংশ  টিন, ছাদ শুক্রবার বিকেলের ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ায়   প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে কাটলিছড়া মন্ডল বিজেপি যুব মোর্চা। কংগ্রেস আমলে এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত  ভবনের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তদন্তের দাবি তুলেছে বিজেপি যুব মোর্চা।

শনিবার সকালে মন্ডল বিজেপির সম্পাদক রাহুল সূত্রধর, কাটলিছড়া ব্লক মনিটরিং কমিটির ধনেশ্বর সিংহ, যুব মোর্চার সুমন সিংহ, রাজা সিংহ,বিপ্লব দাদ,বাপ্পা খ্রীস্টিয়ান প্রমুখ ঝড় বিধ্বস্ত মাল্টি পারপোস ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন। এরপর সুমন সিংহের নেতৃত্বে  যুব মোর্চার এক প্রতিনিধিদল  হাইলাকান্দি জেলা পরিষদে ছুটে গিয়ে নিম্নমানের কাজের অভিযোগ তুলে তদন্তের দাবি জানান। তারা ওই ভবনের কাজের প্ল্যান এস্টিমেটের জন্য আবেদন করেন। আগামী তিন দিনের মধ্যে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়া না হলে মামলা করা হবে বলেও হুংকার দেন যুব মোর্চার পক্ষে সুমন সিংহ।  তিনি অভিয়োগ করে বলেন,  কংগ্রেস ২০১৪-২০১৫ বর্ষে টি.এফ.সি কর্মসূচির অধীনে  হাইলাকান্দি জেলা পরিষদের তত্ত্বাবধানে জনৈক জেলা পরিষদ সদস্যের নিকটাত্মীয় ঠিকাদার স্বপন দাস ভবনটি নির্মাণ করেন।আর তখন অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবনটি নির্মাণ করায় সাধারণ ঝড়ে ভবনটির স্থানে স্থানে ক্ষতি হয়, টিন উড়ে যায় যার ফলে ভবনটি বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।তাই এনিয়ে নিরপেক্ষ তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে যুব মোর্চা।

Comments are closed.