Also read in

রাজ্যের বাইরে চিকিৎসা করাতে যাওয়া ব্যক্তিদের আর্থিক সহায়তা দেবে আসাম সরকার

এক বড়োসড়ো সংখ্যক লোকেরা রাজ্যের বাইরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন; কিন্তু লক ডাউন হওয়ার পর এদের মধ্যে অনেকেই দেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। এবার রাজ্য সরকার এই আটকে পড়া ব্যক্তিদের সাহায্য করতে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের স্বাস্থ্য এবং অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অর্থমন্ত্রী এই ব্যাপারে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

বিশ্ব শর্মা জানিয়েছেন “যারা আসামের বাইরে ক্যান্সার, কিডনি সংস্থাপন এবং হূদরোগ চিকিৎসার জন্য গেছেন তারা আর্থিক সহায়তার জন্য সরকারের সাথে একটি হেল্প লাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন”।

ব্যাপারটা খোলাসা করে মন্ত্রী জানান, রোগী ব্যক্তিগতভাবে অথবা তার পরিবারের কোনো সদস্য 03612558955 নাম্বারে ডায়াল করে বিস্তারিত তথ্য দেবেন । হেল্প ডেস্কে থাকা আধিকারিক এই তথ্যগুলো প্রশাসনের কাছে পাঠিয়ে দেবেন এবং ব্যাপারটার জন্য সরকারী নীতি নীতি নির্দেশিকা মেনে পুলিশ ভেরিফিকেশন করা হবে। এটা শুধু নিশ্চিত হওয়ার জন্য যে, ভুক্তভোগী ক্যান্সার, কিডনী সংস্থাপন এবং হৃদরোগ চিকিৎসার জন্য বাইরে গেছেন কিনা।

03612558955 নাম্বারে ডায়াল করে বিস্তারিত তথ্য দেওয়ার পর তাদেরকে তাদের ব্যাংক একাউন্ট এর বিস্তারিত তথ্য যেমন নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি ইত্যাদি 6901281862 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে হবে। ” একবার তথ্যগুলো যাচাই করার পর সরকার সহায়তা রাশি সরাসরি হিতাধিকারির ব্যাংক একাউন্টে জমা করে দেবে” জানান হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি বারবার উল্লেখ করেন যে, এই আবেদনটি শুধু ক্যান্সার, হূদরোগ এবং কিডনি সংস্থাপন জনিত রোগীরা যারা আসামের বাইরে গেছেন এবং ওইখানে আটকা পড়ে গেছেন শুধু তাদের জন্য।

Comments are closed.

error: Content is protected !!