মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল, বিকল্প মূল্যায়নে ৩১ জুলাইয়ের ভিতরে ফলাফল
রাজ্যের শিক্ষা দপ্তর শেষমেষ সেবা পরিচালিত ২০২১ সনের মাধ্যমিক (হাই স্কুল লিভিং সার্টিফিকেট- এইচএস এলসি) এবং উচ্চমাধ্যমিক (হায়ার সেকেন্ডারি) পরীক্ষা বাতিল বলে ঘোষণা করল ।
বিভিন্ন সংগঠনের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ্ পেগু।
শিক্ষা মন্ত্রক দুটো কমিটি গঠন করে ৩১ জুলাই এর ভিতরে বিকল্প মূল্যায়নের ভিত্তিতে উক্ত দুই পরীক্ষার ফলাফল ঘোষণা করবে, জানালেন পেগু।
এর আগে গত বুধবার কেবিনেট বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লক্ষ ৪০ হাজার এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা মোটামুটি ২ লক্ষ ৫০ হাজার । এই পরীক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরা ও পরীক্ষাকেন্দ্রে হাজির হন। শুধু তাই নয়, শিক্ষক এবং ছাত্ররা যে যানবাহনে যাবে তার চালক মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ লোককে বেরিয়ে আসতে হবে উক্ত দুই পরীক্ষার জন্য যা কোভিড প্রটোকল অনুমতি দেয় না। তার উপর বিভিন্ন সূত্রে জানা গেছে যে, কোভিড আক্রান্তের মধ্যে ১১ থেকে ১৮ বৎসর বয়সের রয়েছেন ১০% । এই সব দিক বিচার বিবেচনা করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া বুদ্ধিমত্তার পরিচয় হবে না।
এখানে উল্লেখ্য, মেট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা মে মাসের ১১ তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড অতিমারির জন্য তা স্থগিত রাখা হয় । এদিকে, কেন্দ্রীয় শিক্ষা বোর্ড সিবিএসসি ও দেশব্যাপী উক্ত দুই পরীক্ষা ইতিমধ্যেই বাতিল ঘোষণা করেছে।
Comments are closed.