Also read in

গোর্খা সম্প্রদায়ের ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ১৬ নভেম্বর সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা

কালীপুজো এবং দীপাবলি উৎসবের পর ভাতৃদ্বিতীয়ার দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করলো রাজ্য সরকার। অতীতে রাজ্য সরকারের ছুটির তালিকায় এইদিনটি ছিলনা। পুরানো তালিকা সংশোধন করে এই দিনটিকে সরকারি ছুটির তালিকায় যুক্ত করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তবে রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে ভাতৃদ্বিতীয়া গোর্খা সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব, এটা নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।

দূর্গা পূজার মতো কালীপুজো এবং দীপাবলি উৎসব নিয়ে এখনও রাজ্য সরকার কোনও বিধিনিষেধের উল্লেখ করেনি। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের সরকার বাজি পটকার উপর সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে। অসম সরকার এখনও এব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। এখনও কভিড প্রটোকল উঠে যায়নি ফলে আগামীতে উৎসবের দিনগুলোয় প্রটোকল যেমন হাত ধুয়া, মাস্ক পরিধান করা, সামাজিক দুরত্ব মেনে চলা বজায় থাকবে। তবে কালীপুজোর পর ভাতৃদ্বিতীয়াকে প্রথমবারের মতো অসম সরকারের তরফে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।

সরকারি ঘোষণায় শুধুমাত্র গোর্খা সম্প্রদায়ের কথা উল্লেখ করলেও রাজ্যে বসবাসকারী প্রত্যেক সম্প্রদায়ের বাৎসরিক উৎসবের তালিকায় ভাতৃদ্বিতীয়া রয়েছে। সেটা বাঙালির ভাইফোঁটা হোক বা হিন্দিভাষী সম্প্রদায়ের ভাইদুজ।

Comments are closed.