৩০০০ টাকায় ফ্লাইবিগের শিলচর - গুয়াহাটি বিশেষ বিমানে যাতায়াতের সুযোগ করে দিল আসার সরকার
শত দুশ্চিন্তার মধ্যে একটি স্বস্তির খবর, আসাম পর্যটন উন্নয়ন নিগম আগামী কয়েক দিনের জন্য শিলচর এবং গুয়াহাটির মধ্যে জরুরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া এই টিকিটগুলো কাছাড় জেলার ডিসি অফিস এবং গুয়াহাটির পল্টন বাজারস্থিত এটিডিসি-র প্রধান কার্যালয় থেকে পাওয়া যাবে।
মর্মান্তিক বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য ও দেশের বাকি অংশের সঙ্গে বরাক উপত্যকার রেল এবং সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন ।
তাই চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক এয়ারলাইন্সের বিমান টিকিটের ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই বর্ধিত বিমান ভাড়ার খরচ বহন করা সাধারণ জনগণের জন্য কঠিন হয়ে পড়ছে।
হঠাৎ করে বিমান ভাড়া বৃদ্ধিতে সাধারণ জনগণ যে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে তা বিবেচনা করে আসাম সরকার শিলচর এবং গুয়াহাটির মধ্যে এটিডিসি’র মাধ্যমে জরুরি বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রিসভা কতৃর্ক অনুমোদন ক্রমে ATDC Flybig-এর সাথে এই বিষয়ে একটি এমওইউ স্বাক্ষর করবে। এটিডিসি ইতিমধ্যে আসাম এবং উত্তর-পূর্ব রাজ্যগুলিতে আঞ্চলিক সংযোগ প্রদান করছে।
১৯ মে থেকে প্রতিদিন ফ্লাইট চালু হবে। ফ্লাইটটি গুয়াহাটি থেকে শিলচরের উদ্দেশে বিকাল ৫ টায় ছাড়বে, ফিরতি ফ্লাইটটি ৬-২০ মিনিটে শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবে ।
টিকিট পাওয়া যাবে কাছাড় জেলার ডিসি অফিস এবং গুয়াহাটির পল্টন বাজারের ATDC-র হেড অফিসের বিশেষ কাউন্টারে। মোবাইল নম্বর- 8135902973 এবং 8638023921 নম্বরে কল করে ও টিকিট বুক করা যাবে।
8135902973 নম্বরে UPI/Google pay এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
Comments are closed.