Also read in

রাজ্য সরকারের এক গুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কৃষি ঋণ সিকিভাগ মকুব হচ্ছে

 

রাজ্যিক অথিতি সালাতে অনুষ্ঠিত আজকের কেবিনেট বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

কৃষকদের রেহাই দিতে তাদের ঋণের ২৫ শতাংশ মকুব করে দেওয়ার সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড হিসেবে যে ঋণ প্রদান করা হয় তাতেও এক বিরাট রেহাই এর সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে কেসিসি ঋণ নিলে ঋণ গ্রহীতাদের কোন ধরনের সুদ দিতে হবে না। এই সুদের ব‍্যায়ভার রাজ্য সরকার বহন করবে।

মুক্তিযোদ্ধা পেনশন কুড়ি হাজার থেকে বৃদ্ধি করে একুশ হাজার করা হবে। মাইক্রো এবং স্মল এন্টারপ্রিনিউরশিপ এর জন্য কাউন্সিল গঠন করার সিদ্ধান্ত ওই কেবিনেট বৈঠকে গৃহীত হয়। উদ্যোগ বিভাগের কমিশনার এই কাউন্সিলের অধ্যক্ষ হবেন।

নগাওঁ পাট কলের পুনরুজ্জীবনের সিদ্ধান্ত এই বৈঠকে নেওয়া হয়। এই উদ্দেশ্যে ন্যাশনাল কো-অপারেটিভ ডেভলপমেন্ট করপোরেশনের থেকে ৩২ কোটি ৭২ লক্ষ টাকা ঋণ গ্রহণ করবে সরকার।

Comments are closed.

error: Content is protected !!