Also read in

৬ হিন্দু ও ১৪ মুসলিম বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠালো আসাম পুলিশ

কুড়ি জন অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হল। তারা দীর্ঘদিন ধরে শিলচর সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন। ফলে দীর্ঘদিন থেকে তারা তাদের পরিবার পরিজন থেকে দূরে। এবারে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্ত দিয়ে এই কুড়ি জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে নিজের দেশে ফেরত পাঠানো হলো। এই ২০ জনের মধ্যে ৬ জন হিন্দু এবং ১৪ জন মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত।

আসাম পুলিশ বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য এই কুড়ি জনকে গ্রেফতার করেছিল। গ্রেফতার হওয়ার পর এদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলে। এদের মধ্যে একজন হচ্ছেন আলো রানী দাস, যিনি তিন বছর ধরে শিলচর জেলে বন্দী হয়ে ছিলেন। তিনি বদরপুরে বসবাসকারী তার বোনের সঙ্গে মিলতে ভারতে এসেছিলেন বলে জানান। তিনি বলেন, ” যখন আমি বদরপুর স্টেশনে ট্রেন থেকে নামি,তখনই করিমগঞ্জ পুলিশ আমাকে গ্রেফতার করে”।

এই দলের আরেকজন ইকবাল হোসেন তালুকদার জানালেন যে হাইলাকান্দি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তবে ঘরে ফিরতে পারছেন বলে তিনি অত্যন্ত খুশি। তাঁর খুশি ব্যক্ত করে তিনি জানালেন, “ আমি অত্যন্ত খুশি যে আমি আমার পরিবারের কাছে আবার ফিরে যাচ্ছি”।

বাংলাদেশে ফিরে যাওয়া কুড়ি জন হলেন, শেখর নমশুদ্র (সিলেট), সুজিৎ চন্দ্র দাস (সিলেট) ইকবাল হোসেন তালুকদার (সিলেট), ইসাক আলী (সিলেট), আজিম উদ্দিন (সিলেট), আহমেদ উদ্দিন (সিলেট), সমির আহমেদ (সিলেট), আব্দুল গফুর (সিলেট), রবীন্দ্র দাস (কিশোরগঞ্জ), চান্দ আলি (সিলেট), আলিম উদ্দিন (সিলেট), আব্দুল লতিফ (সিলেট), রবীন্দ্র দাস(কিশোরগঞ্জ), শাহ আলী মিয়া(কিশোরগঞ্জ), ইব্রাহিম তালুকদার (সিলেট), ফারুখ মিয়া (মৌলবী বাজার), সাঈদ আল আমিন (হাবিবগঞ্জ), রবিউল সাদ্দর (গোপালগঞ্জ), পারিমাল জলদাস (কক্সবাজার), আলোরানী দাস।

উল্লেখ্য, কয়েক বৎসর আগে পুশব্যাক পদ্ধতিতে অবৈধ বাংলাদেশি প্রব্রজনকারীদের ফেরত পাঠানো হতো, যা আদৌ কার্যকর হয়নি। দুই দেশের মধ্যে আধিকারিক পর্যায়ে আলোচনার পর যৌথভাবে বর্তমানের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বাংলাদেশে পাঠানোর ফলে এই প্রক্রিয়া এখন অনেক বেশি ফলপ্রসূ হচ্ছে।

বন্দিদের মধ্যে এই কুড়িজনকে যে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এ নিয়ে স্থানীয় প্রচার মাধ্যমগুলোতে আগে থেকেই খবর পরিবেশিত হওয়ায় শহরের জনগণের মধ্যেও এ নিয়ে সাড়া পড়ে যায়। সকালে শিলচর জেলের সামনেও প্রচুর মানুষের ভিড় হয়। এই কুড়ি জনের সবাইকে বাসে করে করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তে নিয়ে যাওয়া হয়। সেখানে ভারতীয় কর্মকর্তারা এই কুড়ি জন অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করেন। এর পর বাংলাদেশ কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসাবে গ্রহণ করেন।

Comments are closed.