Also read in

নৃত্যশিল্পী সৌমিত্র শঙ্করকে সংবর্ধনা জানালো অসম সাহিত্য সভা

অসম সাহিত্য সভায় সংবর্ধিত হলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সৌমিত্র শঙ্কর চৌধুরী। অসম সাহিত্য সভার শুয়ালকুচি অধিবেশনে তাকে সংবর্ধনা জানানো হয়।এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৩০ জানুয়ারি এই অধিবেশন শুরু হয়েছে এবং অধিবেশন চলব ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

নৃত্যশিল্পে দীর্ঘদিন ধরে অবদানের স্বীকৃতিস্বরূপ সৌমিত্রকে সংবর্ধনা জানানো হয়।অসম সাহিত্য সভা বিগত বেশ কিছুদিন ধরেই সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে বরাক ও ব্রহ্মপুত্রকে একসূত্রে বাঁধতে নানাভাবে উদ্যোগ গ্রহণ করছে। এই অধিবেশনের অনুষ্ঠানেও মৈত্রীর ডাক দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে ‘গঙ্গা-গোমতী-ব্রহ্মপুত্র-বরাক-পদ্মা মৈত্রীবন্ধন, মোরা যাত্রী একই তরণীর’। বরাক উপত্যকার বিভিন্ন শিল্পী তথা দল অধিবেশনে আমন্ত্রিত হলেও বরাক উপত্যকা থেকে সৌমিত্র শঙ্করকেই একমাত্র সংবর্ধনা জানানো হয়।

সাহিত্য সভার পক্ষ থেকে তাকে এই সম্মান জ্ঞাপনে সৌমিত্র শংকর মঞ্চের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রবীন্দ্রনাথ-বিষ্ণুপ্রসাদ রাভা-জ্যোতি প্রসাদ আগারওয়ালা- হেমাঙ্গ বিশ্বাস-ভূপেন হাজারিকা- তাদের চিন্তাভাবনা মননে এবং হৃদয়ে নিয়েই তার নৃত্য জীবনের পথ চলা বলে উল্লেখ করলেন সৌমিত্র। এই ভাবধারাকে সঙ্গী করেই আগামী দিনেও নৃত্য শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। আসামে বিভিন্ন জাতি তথা বিভিন্ন শিল্প-সংস্কৃতির বর্ণময় মেলবন্ধন। তিনি মৈত্রীর বন্ধনে আবদ্ধ থেকে একে অন্যের শিল্প-সংস্কৃতির আদান-প্রদানের মাধ্যমে সবাই নিজেদেরকে সমৃদ্ধ করবেন আশা প্রকাশ করেন।

Comments are closed.