Also read in

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিদ্যার্থী পরিষদের

*বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের*

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বরাক বিভাগের এক প্রতিনিধি দল আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল ঘোষণা সহ আরও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। পরিষদের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ডঃ সুবীর দত্ত রায়, রেজিস্টার সঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে দেখা করে পরীক্ষার ফল ঘোষণা সহ বিভিন্ন বিষয় উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করে।

পরিষদের পক্ষ থেকে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে রয়েছে, আগামী ১০ এপ্রিলের মধ্যে অড সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে আসাম বিশ্ববিদ্যালয়ের। গত ২৯ জানুয়ারি টিডিসি’র দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন হলেও ৪৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও ফলাফল ঘোষণা করা হয়নি বলে পরিষদের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করা হয়। তাছাড়া আগামী মে মাসের প্রথম দিকে ইভেন সেমিস্টারের পরীক্ষা শুরু করার জন্য উল্লেখ করা হয়। বরাকের প্রত্যেক কলেজের অধ্যক্ষদের নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের পক্ষ থেকে একটি বৈঠক আয়োজন করার ব্যাপারেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়, যাতে করে উত্তরপত্র নির্দিষ্ট সময়ের ভেতর চেক করা এবং ফলাফল ঘোষণা করা হয়। তাছাড়াও বলা হয়, যাদের ছ’টির বেশি বিষয়ে “ব্যাক পেপার” থাকবে তাদের ফর্ম জমা দেওয়ার সময়সীমা ফলাফল ঘোষণা অব্দি রাখতে হবে।

আসাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে পরিষদের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে ছাত্র-ছাত্রী এক বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবে।

গুরুচরণ কলেজ থেকে করণজিৎ দেব, এলআরসি’র অম্বর পান্ডে, করিমগঞ্জ কলেজের দ্বিগবিজয় ধর, এসআর কলেজের রুপম ধর, কাছাড় কলেজের প্রসেনজিৎ দে, এলআরসি’র এইচ বিকেন্দ্র সিং, এসআরসি’র জুই সূত্রধর প্রমুখ স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

Comments are closed.