Also read in

অড-সেমিস্টারের পরীক্ষা বাতিল করে সামার ভ্যাকেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নিল আসাম বিশ্ববিদ্যালয়

একসময় ছাত্র-ছাত্রীদের আন্দোলন উপেক্ষা করে স্নাতক স্তরের অড-সেমিস্টারের পরীক্ষা শুরু করেছিল আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং পরিস্থিতি পর্যালোচনা করে ২৭ এপ্রিলের পর সব পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়। শেষমেষ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ এক নির্দেশে জানিয়েছেন যেগুলো পরীক্ষা বাকি ছিল, সেগুলো আপাতত বাতিল করা হচ্ছে।

নির্দেশে বলা হয়েছে, “স্নাতক স্তরের অড-সেমিস্টারের সিবিসিএস কোর্সের সব থিওরি পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৭ এপ্রিল শেষ পরীক্ষা নেওয়া হয়েছিল, এরপর যতগুলো পরীক্ষা নির্ধারিত ছিল করোনা পরিস্থিতির দরুন এগুলো বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিশেষ কমিটি পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে, এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেগুলো পরীক্ষা বাতিল হয়েছে তাতে ছাত্রদের মার্কস কিভাবে দেওয়া হবে, সেটা আগামীতে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে। এব্যাপারে আরেকটু আলোচনা জরুরি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সেটা জনসমক্ষে আসবে।”

থিওরি পরীক্ষা ছাড়াও সব ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষাও বাতিল করা হয়েছে। এক্ষেত্রে হোম এসাইনমেন্ট পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে এবং ছাত্রদের মার্কস দেওয়া হবে।

প্রদোষ কিরণ নাথ বলেন, “কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এব্যাপারে কিছু পদ্ধতি গ্রহণ করা হবে। পরীক্ষার্থীরা বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা দিতে পারবে। এব্যাপারে বিশেষ কমিটি তাদের সিদ্ধান্ত আগামীতে কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবে। এছাড়া নন-সিবিসিএস পরীক্ষার ক্ষেত্রেও আলোচনা চলছে, পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

যেহেতু করোনা পরিস্থিতির জন্য লকডাউন রয়েছে এবং সব ধরনের সরকারি-বেসরকারি কাজকর্ম বন্ধ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সামার ভ্যাকেশন এই সময়ে এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ এর অধীনে থাকা প্রত্যেক কলেজে এই বছরের সামার ভ্যাকেশন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত থাকবে সামার ভ্যাকেশন। ইভেন সেমিস্টারের অনলাইন ক্লাস ১ জুলাই থেকে চালু হবে।”

 

Comments are closed.