Also read in

একদিন পিছোলো আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, আসছেন নীতিন গাডকারি, ২৫ ডিসেম্বর অনুষ্ঠান

লকডাউনের জন্য সময়মতো আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আয়োজন করা যায়নি। সম্প্রতি ঘোষণা করা হয়েছিল ২৪ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে এবং এতে ভিডিও-কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তবে এবার মন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে তিনি সশরীরে অনুষ্ঠানে যোগ দেবেন, তবে সেটা ২৪ তারিখ নয়, ২৫ ডিসেম্বর। তিনি একই সঙ্গে মহাসড়কের জিরো পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির মূর্তি উন্মোচন করবেন। মুখ্য অতিথির কথা মাথায় রেখে সমাবর্তন অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার হয়েছে যেখানে মুখ্য অতিথির জন্য সমাবর্তনের তারিখ পরিবর্তন করা হয়েছে। তবে অনুষ্ঠানে ২৫০ জনের বেশি লোক অংশ নিতে পারবেন না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ বরাক বুলেটিনকে জানিয়েছেন, মুখ্য অতিথি সশরীরে উপস্থিত হবেন বলে অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন করা হয়েছে। তবে সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতে আগের মতোই শুধুমাত্র স্বর্ণপদকপ্রাপ্তদেরই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি রয়েছে। তিনি বলেন, “দু’শো থেকে আড়াইশো জনের বেশি মানুষকে আমরা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুমতি দিচ্ছিনা। এর মধ্যে থাকবেন অতিথিরা এবং স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রীরা। বাকিদের যেমন অনুষ্ঠানে আসতে দেওয়া হবে না, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তারা যে টাকাটা জমা করেছিল সেটা আগামীতে ফেরত দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি উপস্থিত থাকবেন, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ আরও কয়েকজনকে আমন্ত্রণ জানাতে চলেছি। তবে আমার মনে হয় এখন থেকে এই ধারাতেই চলবে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলো। প্রতিবছর ছাত্র সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে উত্তীর্ণ হওয়ার সংখ্যাও। তাই আগামীতে যদি এক বছরে পাঁচহাজার ছাত্র উত্তীর্ণ হয়, প্রত্যেককে সমাবর্তনে ডেকে সম্মান জানানো সম্ভব হবে না। আগামী বছর মার্চে আবার সমাবর্তন অনুষ্ঠান রয়েছে, যদি পরিস্থিতি আমাদের অনুমতি দেয় তাহলে মার্চ-এপ্রিলের মধ্যেই অনুষ্ঠানটি সম্পন্ন হবে। তখন মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ককে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, গতমাসে শিলচর এনআইটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করে। মানবসম্পদ মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অনেকেই এতে অংশ নেন। শুধুমাত্র ভারতবর্ষে নয় সারা বিশ্বের মধ্যে রেংকিংয়ে এসেছে শিলচর এনআইটি, তারা সমাবর্তন অনুষ্ঠান অনলাইনে অত্যন্ত সফলভাবে আয়োজন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই ধারা মেনেই আসাম বিশ্ববিদ্যালয় সীমিত অনুষ্ঠান আয়োজন করছে।

উপাধ্যক্ষ অভিযোগ করেন একাংশ মানুষ চাইছে না নীতিন গাডকারির মত ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে আসুন, তাদের রাজনৈতিক কুমতলব রয়েছে সেই কারণেই তারা ছাত্রদের উস্কানি দিচ্ছে। এছাড়া কিছুটা ক্ষোভের সুরে তিনি জানান, দ্বিতীয়বার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিজেকে আর দেখতে চান না।

Comments are closed.

error: Content is protected !!