
আসাম বিশ্ববিদ্যালয়: স্নাতক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হলো গতকাল থেকে, ফল বের হয়নি প্রথম সেমিস্টারের
আসাম বিশ্ববিদ্যালয়ে তুঘলকি কাণ্ড ঘটে চলেছে, ইদানিং খুব বাড়বাড়ন্ত। গতকাল থেকে শুরু হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এখনো ঘোষিত হয়নি। তাই, আগের পরীক্ষার ফল না জেনে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীদের উৎসাহ কোন পর্যায়ে পৌঁছাবে তা অনুমান সাপেক্ষ।
চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সিবিসিএস) পরীক্ষায় গত বছর অর্থাৎ ২০১৮ ইংরেজি থেকে চালু হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ে। প্রথম সেমিস্টারের পরীক্ষা প্রায় আট মাস পরে নেওয়া হয়েছিল। আবার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেওয়া হচ্ছে মাত্র তিন মাসের ব্যবধানে, স্বাভাবিকভাবেই প্রস্তুতিতেও রাতদিন ফারাক থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশাসনিক দক্ষতা এ থেকেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে।
তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুললেও বিশ্ববিদ্যালয়ের মানের পরিচয় পাওয়া যায়। ভুল বানান, ভুল ব্যাকরণ আকছার দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন কার্ডেও । মনগড়া বিষয় নিয়ে রুটিন বানিয়ে আবার তা সংশোধন করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
একই সাথে এই রাজ্যেই প্রতিষ্ঠিত অন্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তেজপুর বিশ্ববিদ্যালয় যখন সর্বভারতীয় পর্যায়ে একটা বিশিষ্ট স্থান দখল করে চলেছে, সেখানে আসাম বিশ্ববিদ্যালয়ের মানের দিন দিন অবনমন ঘটে চলেছে। সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে ডাঃ রাজদীপ রায় আসাম বিশ্ববিদ্যালয়ের উন্নতি নিয়ে চিন্তাভাবনা করছেন। সেটা করতে হলে বিশ্ববিদ্যালয়ের খোলনলচে পাল্টাতে হবে- মরচে ধরে গেছে।
Comments are closed.