
যৌন হেনস্থার অভিযোগে সাময়িক বরখাস্ত আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থ সরকার
যৌন হেনস্তার অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক পার্থ সরকার। মাস কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত এই শিক্ষক ডঃ পার্থ সরকারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নালিশ জানিয়েছিলেন ঐ বিভাগেরই এক ছাত্রী।
ছাত্রীর অভিযোগ, রিসার্চ স্কলার হিসেবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তার সুপারভাইজার হিসেবে নিযুক্ত ডঃ সরকার ব্যক্তিগত সম্পর্ক সহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে তাকে উত্ত্যক্ত করে আসছেন। ছাত্রীটির আরও অভিযোগ ঐ শিক্ষক নিয়মিত তাকে ভিডিও কল করে, মেসেজ পাঠিয়ে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে বিভিন্নভাবে জ্বালাতন করে আসছিলেন।
এমনকি ডঃ পার্থ সরকার তাকে গুয়াহাটিতে হোটেলে নিয়ে যেতে চেয়েছিলেন বলে অভিযোগ করেন ছাত্রীটি । ছাত্রীটি এই বিষয়ে অনীহা প্রকাশ করলে তাকে হয়রানির মাত্রা আরও বেড়ে যায় বলে জানিয়েছেন।
এমনতর অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাস কমিউনিকেশন বিভাগের প্রধান জিপি পান্ডেকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি পার্থবাবুর বদলে অন্য কাউকে যেন ছাত্রীটির সুপারভাইজার নিযুক্ত করেন।
সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে ডঃ পার্থ সরকারকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
Comments are closed.