Also read in

হাইলাকান্দির ৪ জন সহ রাজ্যের ৩৮ তবলিক জামাতি দিল্লি থেকে ফিরে আসছেন

দিল্লির নিজাম উদ্দিন তবলিগ জামাতে অংশগ্রহণকারী হাইলাকান্দি জেলার চারজন সহ রাজ্যের ৩৮ জন জামাতি ফিরে আসছেন ।

দিল্লি মারকাজের তাবলিকী জামায়াতে অংশ নেওয়া আসামের ৩৮ জন ব্যক্তিকে নয়াদিল্লিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল ।

৩৮ জন ব্যক্তির মধ্যে ৪ জন হাইলাকান্দি ও বাকীরা হলেন মরিগাঁ, নগাঁও এবং আসামের অন্যান্য জেলা থেকে। দিল্লির দক্ষিণ পূর্ব জেলার জেলা ম্যাজিস্ট্রেট, হারলিন কৌর, হাইলাকান্দি সহ আসামের সংশ্লিষ্ট জেলাগুলির আবাসিক কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেটকে এক পত্র পাঠিয়ে তাদের ফিরে আসার খবর জানিয়েছেন। তিনি জানান, মারকাজে অংশ নেওয়া ৭৩ জনের মধ্যে ১৮ জনকে পৃথক পৃথক কোয়ারান্টাইন কেন্দ্র থেকে গত ১২ মে মুক্তি দেওয়া,হয়েছে। তাছাড়া ১৪ মে আর ও ২০ জন মুক্তি পেয়েছেন। তাদের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ বলে পরীক্ষার ধরা,পড়েছে। তাই তাদেরকে নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য যানবাহনের ট্রানজিট পাস দেওয়া হয়েছে বলে জানান কৌর ।

যারা অসমে ফিরে আসছেন তাদেরকে আর ও ১৪ দিন হোম কোয়ারান্টাইনে রাখার জন্য রাজ্যের জেলা উপায়ুক্তদের অনুরোধ জানিয়েছেন দক্ষিণ পূর্ব জেলার জেলা ম্যাজিস্ট্রেট।

এদিকে ত্রিপুরা থেকে হাইলাকান্দি জেলায় ফিরে আসা ১০ জনকে আসাম-ত্রিপুরা আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের চোরাইবাড়ি চেক গেটে স্ক্রিনিং করা হয়েছে ।

অন্যদিকে কোকরাঝাড় জেলার জেলা উপায়ুক্ত জোনাল স্ক্রিনিং ক্যাম্প থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন শেষে মুক্ত রাজ্যের বিভিন্ন জেলার ব্যক্তিদের উপর নজরদারি রাখতে সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তদের অনুরোধ জানিয়েছেন। ইনস্টিউশ্যনাল কোয়ারান্টাইন থেকে মুক্তিপ্রাপ্তদের সম্পর্কে রাজ্যের বিভিন্ন জেলার উপায়ুক্ত দের জানানো হয়েছে। তাই তাদের উপর কঠোর নজরদারি নিশ্চিত করার পাশাপাশি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন ।

Comments are closed.