কাছাড়ের ফয়াজ রহমানের মিজোরামে অস্বাভাবিক মৃত্যু, "আত্মহত্যার ঘটনা", বললেন কলাসিবের এসপি
এক দুর্ভাগ্যজনক ঘটনায় কাছাড় জেলা সংলগ্ন মিজোরামের কলাসিবে মৃত্যু ঘটলো লায়লাপুরের হাওয়াইথাং এলাকার ২৩ বছরের যুবক ফয়াজ রহমানের । ফয়াজ রহমানের পিতার নাম জালাল উদ্দিন। কলাসিবের এসপি এটাকে আত্মহত্যার ঘটনা বললেও কাছাড় জেলার এসপি জানিয়েছেন যে, প্রয়োজনে এটা নিয়ে তদন্ত করা হবে।
কলাশিবের এসপি ভানলালফাকা রালতে বরাক বুলেটিনকে জানান, “এই ব্যক্তিকে গত ২৮ শে সেপ্টেম্বর ভাইরেংটি চেকপোস্টে গ্রেফতার করা হয়েছিল। লোকটি চেক গেটে কোভিড রেপিড এন্টিজেন টেস্ট এর জন্য অন্যের হয়ে নিজের সোয়াব দিচ্ছিল। এই অভিযোগেই তাকে আমরা গ্রেফতার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাই। ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী তাকে বিচার বিভাগীয় হাজতে রাখা হয়। গতকাল রাতের বেলা দুঃখজনকভাবে লোকটি গলায় ফাঁস লাগায়।” পুলিশ অধীক্ষক আরও জানান, ” এই মুহূর্তে ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পোস্টমর্টেম করা হচ্ছে”।
এই অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে কাছাড় জেলার এসপি রমানদীপ কৌর বরাক বুলেটিনকে বলেন, “আমরা খবরটা পেয়েছি, তবে মৃতদেহ এখনো আমাদের কাছে পাঠানো হয়নি। আমাদের জানানো হয়েছে যে, কাছাড় জেলা নিবাসী একজন আত্মহত্যা করেছে। বিভিন্ন নিয়মকানুনের জটিলতা থাকায় মৃতদেহ পেতে কিছুটা সময় লাগবে। তবে, যদি প্রয়োজন হয় তাহলে মৃতদেহ আবার আমাদের এখানে হাসপাতালে পাঠিয়ে ফরেনসিক টেস্ট করানো হবে।”
Comments are closed.