
জৈব বৈচিত্র ধ্বংস: বিরল প্রজাতির প্রাণীকে মেরে ভুরিভোজ বিহারায়
একটি বিরল প্রজাতির প্রাণীকে মেরে সেটির মাংস দিয়ে ভুরিভোজ করল আদিবাসীরা।
ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার বিহাড়ার শিবটিলা এলাকায় বুধবার রাত আটটা নাগদ। জানা গেছে, পার্শ্ববর্তী বড়াইল পাহাড় থেকে প্রাণীটি খাবারের সন্ধানে নেমে এসেছিল সমতলে। সন্ধ্যার সময় আদিবাসীরা এটিকে দেখতে পায়। তারা বনবিভাগকে কোনও খবর না দিয়েই এটিকে মেরে ফেলে। এবং রাতের বেলা এই বিরল প্রজাতির মাংস দিয়ে ভুরিভোজ করে।
তবে ব্যাপারটি এলাকার পরিবেশবাদীদের ভাবিয়ে তুলছে। কারন এভাবে বিরল প্রজাতির প্রাণী ধংস হলে জৈব বৈচিত্রে ব্যাপক আঘাত আসতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন ৷
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রাণীটি হচ্ছে ইন্ডিয়ান সিভেট, যাকে বাঙালিরা বলে থাকেন ভাম বিড়াল। দেখতে অনেকটা বিড়ালের মত তবে বিড়াল থেকে আকারে অনেক বড়। উল্লেখ্য, বাঘ ও কিন্তু বিড়াল শ্রেণীর প্রাণী।
এরা সাধারণত রাত্রিবেলা জঙ্গল থেকে বেরোয়। ফেলিফর্মিয়া উপবর্গের ভিভেরিডে গোত্রের শ্বাপদ বর্গের স্তন্যপায়ী প্রাণী। কিন্তু শ্বাপদ বর্গের হলেও এরা ফেলিডে (আসল বিড়াল) গোত্রের নয়। বৈজ্ঞানিক নাম Viverra civetta। এদের দেহে সুগন্ধি গ্ল্যান্ড থাকে।
এদিকে করিমগঞ্জ জেলা বন বিভাগের কাছে এ সম্পর্কে কোনো খবর নেই।ওরা এ ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়। তবে এখন এই ঘটনা নিয়ে বন বিভাগের পক্ষ থেকে অনুসন্ধান করা হচ্ছে।
Comments are closed.