বিজেন্দ্র কে রাজি করানোর চেষ্টা ব্যর্থ শিবব্রত দত্তের কাছে প্রস্তাব গেল শাসক গোষ্ঠীর
বি জি এমের জন্য আর হাতেগোনা কয়েকদিনই রয়ে গেছে। স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ইতিমধ্যে প্যানেল তৈরি হয়ে যাওয়ার কথা ছিল শাসকগোষ্ঠীর। কিন্তু এখনো প্যানেল চূড়ান্ত করতে পারেনি তারা। এরমধ্যে বিজেন্দ্র প্রসাদ সিং সরে দাঁড়ানোয় সচিব পদের জন্য যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছে না শাসকগোষ্ঠী। এ নিয়ে দু তিনটে বৈঠক করেও কোনও সুরাহা হয়নি।
সূত্র মতে জানা গেছে, সচিব পদে বহাল থাকতে বিজেন্দ্র প্রসাদ সিং কে রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। দুদিন শহরে বাইরে থাকার পর শহরে ফিরেছেন বিজেন্দ্র। এরপরই তার সঙ্গে বৈঠকে বসে শাসকগোষ্ঠী। বিজেন্দ্র যেন সচিব পদে বহাল থাকেন, তার জন্য চেষ্টা করা হয়। তবে সূত্রটি জানিয়েছেন, বিজেন্দ্র রাজি হননি। এরপরই শাসকগোষ্ঠীর প্রস্তাব যায় শিবব্রত দত্তের কাছে। তার সঙ্গে এ নিয়ে বৈঠক করা হয়েছে। তবে এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি।
গতকাল এক বৈঠকে সচিব পদের জন্য দেবাশীষ সোমের নাম উঠে এসেছিল। কিন্তু দেবাশীষের নাম সামনে আসতেই বেকে বসেন চন্দন শর্মা ও অরিজিৎ গুপ্ত। এরা দুজনেই দুই সহ সচিব পদের প্রার্থী। তাদের কথা ছিল, দেবাশীষের অধীনে তারা জেলা ক্রীড়া সংস্থার কোনো পদে থাকবেন না। এরপরই সচিব পদের জন্য নতুন কাউকে খোঁজা শুরু করে শাসকগোষ্ঠী। আজ দু তিনটে বৈঠক করেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি শাসক লবি। কে হবেন নতুন সচিব পদপ্রার্থী, এটাও ঠিক করতে পারেনি শাসকগোষ্ঠী। শিবব্রত দত্তও যদি রাজি না হন তাহলে কিন্তু সচিব পদ নিয়ে আরও সমস্যায় পড়বে শাসকগোষ্ঠী।
এদিকে, আরো একটি সূত্র জানিয়েছেন, বিজেন্দ্র সরে দাঁড়ানোয় বর্তমান কমিটির একাধিক পদাধিকারী আসন্ন বিজিএম থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এ নিয়ে বিপাকে পড়েছে শাসকগোষ্ঠী। যদিও এ নিয়ে কেউই মুখ খুলতে চাইছেন না। তবে জানা গেছে, কয়েকজন আর দায়িত্বে থাকতে চাইছেন না। আগামী দু একদিনের মধ্যেই এনিয়ে চিত্রটা পরিষ্কার হবে।
মজার বিষয় হচ্ছে, বিরোধী শিবিরের দু তিনজন এমনও রয়েছেন যারা হঠাৎ করেই শাসক লবির পছন্দের লোক হয়ে উঠেছেন। এমনই একজন হলেন ক্রিকেট সচিবের পদপ্রার্থী নীহারেন্দু দেব। তিনি বিরোধী শিবিরের লোক। কিন্তু জানা গেছে, বর্তমান ক্রিকেট সচিব নিরঞ্জন দাসের বিরুদ্ধে নীহারেন্দুকেই সমর্থন করছেন শাসকগোষ্ঠীর কয়েকজন। বিজিএম নিয়ে শাসকগোষ্ঠীর বৈঠকে উপস্থিত থাকছেন পার্টির কর্মকর্তারাও। এরমধ্যে অনেকেই নাকি নিহারেন্দুকে ক্রিকেট সচিব পদে চাইছেন। নিরঞ্জন দাস কে তাদের পছন্দ নয়। এ নিয়ে নাকি বৈঠকেও কম বেশি ঝামেলা হয়েছে।
ওদিকে, আজ বিরোধী শিবির ও একাধিক বৈঠক করেছে। স্ট্রাটৈজি ঠিক করছে। সচিব পদপ্রার্থী অতনু ভট্টাচার্য জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। সভাপতি বাবুল হোড় ও শাসক লবির প্যানেলের দিকে বিশেষ নজর রাখছেন। নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সব মিলিয়ে নাটকীয় পরিস্থিতির দিকেই এগোচ্ছে বিজিএম।
Comments are closed.