আজ শুরু হচ্ছে বিধানসভার শরৎকালীন অধিবেশন, এনআরসি নিয়ে ঝড়ের সম্ভাবনা
রাজ্য বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হচ্ছে আজ। এই অধিবেশনের প্রস্তুতি হিসেবে গতকাল কংগ্রেস, এ ইউ ডি এফ এবং অগপ দলের বিধায়কদের নিয়ে দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বিধানসভার এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। পাঁচটি বিভাগের সর্ব মোট ৭ টি বিল পেশ করার কথা আছে। অর্থ দপ্তরের ৩ টি বিল পেশ করা হবে। এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি ডিউটি সংশোধনী বিল-২০১৮ , আসাম ট্যাকসেশন সংশোধনী বিল, জিএসটি সংশোধনী বিল । অন্যান্য বিভাগীয় বিলের মধ্যে আছে অসম সমবায় সমিতি সংশোধনী বিল, ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের একটি বিল, অনিরুদ্ধ দেব ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল, অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগীয় বিল, ইনল্যান্ড ওয়াটার রি ওরগেনাইজেন বিল, শ্রমিক কল্যাণ নিধি সংশোধনী বিল।
তাছাড়া, জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিধানসভায় প্রশ্ন বিতর্কের সম্ভাবনা রয়েছে। গত মে মাসে শিলচরের বিধায়ক দিলীপ পাল বিধানসভার উপাধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। নতুন উপাধ্যক্ষ নির্বাচিত হবেন এই অধিবেশনে, নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬শে সেপ্টেম্বর। অধিবেশনে বর্তমান অর্থ বর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দ ও পাশ করা হবে। অধিবেশন শেষ হবে ৫ অক্টোবর।
Comments are closed.