Also read in

আন্তর্জাতিক রক্তদান দিবসে শিলচরে সিভিল হাসপাতাল ও প্রয়াস'র 'সচেতনতা পথচলা'

আন্তর্জাতিক রক্তদান দিবস উপলক্ষে শুক্রবার শিলচর সিভিল হাসপাতালের ব্যবস্থাপনায় এবং এনজিও ‘প্রয়াস’ এর সহযোগিতায় এক সচেতনতা পথচলার আয়োজন করা হয়। শহরের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন সংস্থা ও সরকারি কর্মচারিরা এই পথচলায় অংশগ্রহণ করেন বলে জানা যায়।
শিলচর হাসপাতাল রোড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সিভিল হাসপাতালে এই পথচলা’র শেষ হয়।

এরপর এনজিও ‘প্রয়াস’ এর মুখ্য কার্যালয়ে রক্ত দানের মাহাত্ম্য নিয়ে সচেতনতা বাড়াতে একটি শিবিরের আয়োজন করা হয় বলে সংস্থার প্রচার সচিব গৌড়হরি বনিক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার উপ সভাপতি পাপন দাস তালুকদার বলেন, রক্তদানের মতো একটি মহৎ দানে নিজের পয়সা খরচ হয় না, অথচ অন্যের উপকার হয়। বছরে চারবার রক্তদান করলে শরীরের অনেক রোগ সেরে উঠে বলে তিনি উল্লেখ করে। তিনি আরো বলেন যে মহিলাদেরও এই মহৎ কাজে আরও বেশি করে এগিয়ে আসা উচিত।

বিবৃতিতে আরও জানানো হয় যে প্রয়াসের কাছে প্রতিদিন রক্তের জন্য অনুরোধ আসতে থাকে। এই চাহিদাকে সামাল দেওয়ার জন্য প্রয়াস ‘প্রয়াস লাইভ’ নামে একটি নতুন শাখার উন্মোচন করেছে। এই শাখা শুধু রক্তের বিনিময়ে রক্ত জোগাড় করে দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, যাদের রক্তের প্রয়োজন তারা সংস্থার সচিব শান্তনু রায় ( 9954098133), আহবায়ক গৌরহরি বণিক ( 9085235590) কিংবা প্রয়াস লাইফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজদীপ বণিক (7002864066) এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Comments are closed.

error: Content is protected !!