Also read in

শিলচর মেডিক্যাল কলেজে রদবদল: ডঃ শিল্পী বর্মনের জায়গায় অধ্যক্ষ হয়ে আসছেন ড: বাবুল বেজবরুয়া

 

রাজ্যপালের পক্ষ থেকে অসম সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উচ্চ পদে রদবদলের আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, ‘জনগণের স্বার্থে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষা তথা সুপারিনটেনডেন্ট ডক্টর শিল্পী রানী বর্মনকে এফএএএমসিএইচ, বরপেটাতে অধ্যক্ষা তথা সুপারিনটেনডেন্ট পদে বদলি করা হলো’।

ডক্টর বাবুল বেজবরুয়া ড: বর্মন এর স্থলাভিষিক্ত হবেন। আসাম মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল ডিব্রুগড়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর বেজবড়ুয়া শ্রীমন্ত শংকরদেব বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ তথা চিফ সুপারেনটেনডেন্ট পদ অলংকৃত করবেন।

অন্য একটি গুরুত্বপূর্ণ রদবদলে মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর ডঃ অভিজিৎ স্বামীকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারেনটেনডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Comments are closed.