বদরপুরে ট্রেন থেকে উদ্ধার পিস্তল, নেপথ্যে কি অস্ত্রপাচারের উদ্দেশ্য
বদরপুরে ট্রেন থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যৌথ অপারেশনে কয়েকটি পিস্তল বাজেয়াপ্ত করেছে করিমগঞ্জের পুলিশ। দু’জন যুবককেও আটক করা হয়েছে।
জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে সোমবার ভোরবেলা গুয়াহাটি-শিলচর ট্রেনে ঢোকার আগেই ওৎ পেতে ছিল পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ-র গোয়েন্দা বিভাগ এ খবর দেয়। ট্রেন স্টেশনে ঢোকার পরই তল্লাশি শুরু হয়। নিরাপত্তা রক্ষীদের দেখেই দুই যুবক পালিয়ে যাওয়ার প্রয়াস চালায়। তবে শেষ রক্ষা হয়নি। স্থানীয় হনুমান মন্দিরের সম্মুখেইধরা পড়ে তারা। তাদের প্রথমে বদরপুর থানায় নিয়ে আসা হয়।
করিমগঞ্জের ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। পাঁচটি ৭.৬৫ মিমি পিস্তল ও একটি পেন পিস্তল উদ্ধার হয়েছে। বেআইনি ভাবে অস্ত্র রাখার দায়ে দুই যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বারইগ্রাম এলাকার নুরুল ইসলাম। অন্য যুবকের নাম লিয়াং খিয়ামন বলে জানা গেছে। লিয়াং নাগাল্যাণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। ডেপুটি পুলিশ সুপার বলেন, মরিয়ানি এক্সপ্রেসে চেপে দু’জনে ডিমাপুর থেকে প্রথমে লামডিং আসে। তারপর গুয়াহাটি-শিলচর ট্রেনে চাপে বদরপুরের উদ্দেশ্যে। এখানেই বদরপুর থানার ওসি অনুপ কলিতার নেতৃত্বে চালানো অভিযানে দ’জনেই ধরা পড়ে।
পুলিশের প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে যে, অস্ত্রগুলি বিক্রি করার উদ্দেশেই নিয়ে আসা হচ্ছিল । জেরা চলছে পুলিশের। ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। খবর পেয়ে বদরপুর থানায় বিএসএফের ডিআইজিও আসেন এদিন। মঙ্গলবার দু’জনকে করিমগঞ্জ আদালতে হাজির করানো হবে। তদন্তে অস্ত্রপাচার সম্বন্ধীয় আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে পুলিশের অনুমান।
Comments are closed.